নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচ ঘণ্টার বৃষ্টি। আর তাতেই জল জমেছে গোটা শহরে। গতকাল, সোমবার গভীর রাত থেকে আজ, মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে কার্যত জলের তলায় উত্তর থেকে দক্ষিণ কলকাতা। জল জমেছে ঠনঠনিয়া কালীবাড়ি, মহাত্মা গান্ধী রোড, ধর্মতলা, চাঁদনি চক, নিউ আলিপুর, উল্টোডাঙা, যাদবপুর থানা, বেহালা, সল্টলেকের বিস্তীর্ণ এলাকায়। কলকাতা পুরসভার তরফে পাম্প চালিয়ে জল বের করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, মধ্যরাত থেকে অঝোরে বৃষ্টির জেরে বিপর্যস্ত তিলোত্তমা। গতকাল, সোমবার রাত ১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গড়িয়া (কামডহরি পাম্পিং স্টেশন) এলাকায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। ৩৩২ মি.মি.। এর বাইরেও গোটা শহরে মাঝ রাত থেকে ভোর পর্যন্ত প্রায় সর্বত্র ২০০ মি.মি.র বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে।যার জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। গতকাল, গভীর রাতে গঙ্গার জলস্তর বেশি থাকায় বন্ধ ছিল লকগেটগুলি। গভীর রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ ছিল গঙ্গার ধারের লকগেটগুলি। সেই কারণে জল নামেনি। আজ, মঙ্গলবার সকাল থেকে লকগেটগুলি খুলে দেওয়া হয়েছে। যদিও এদিন বেলা ১২টা থেকে ফের জোয়ার রয়েছে গঙ্গায়। তাই ফের লকগেট বন্ধ করতে হবে। এমনটাই জানাচ্ছে পুরসভা। তার মধ্যে ফের নতুনভাবে শহরে বৃষ্টি হলে পরিস্থিতি আরও কঠিন হবে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই শহরের একাধিক পুজো মণ্ডপে জল থইথই অবস্থা। মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।