টানা বৃষ্টিতে শিয়ালদা থেকে বহু রুটে বন্ধ লোকাল, বাতিল ট্রেন, ব্যাহত মেট্রো চলাচল
হিন্দুস্তান টাইমস | ২৩ সেপ্টেম্বর ২০২৫
ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া এবং শিয়ালদা শাখার রেললাইন। এই আবহে ব্যাহত রেল পরিষেবা। এদিকে বিঘ্নিত মেট্রো পরিষেবাও। জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে শিয়ালদা স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। এই আবহে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা বন্ধ। এদিকে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও বন্ধ। বাতিল কয়েকটি দূরপাল্লার ট্রেনও। এমনকী কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত লাইনে জল জমে যাওয়ার কারণে। এই আবহে সকাল সকাল অফিসযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গিয়েছে, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। এই আবহে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকে সকাল সকাল।
রিপোর্ট অনুযায়ী, রাতভর টানা বৃষ্টির জেরে শিয়ালদার দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন জলমগ্ন। পাম্প করে জল বের করার চেষ্টা চলছে সেখান থেকে। এদিকে সকালেও বৃষ্টি জারি থাকায় আশেপাশের এলাকার থেকেও জল জমছে রেললাইনে। এদিকে শিয়ালদা স্টেশনের কাছে জল জমায় মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে। বনগাঁ থেকে শিয়ালদহগামী কয়েকটি ট্রে শিয়ালদা পর্যন্ত যেতেই পারেনি ভোরের দিকে। সেগুলি দমদম ক্যান্টমেন্ট পর্যন্ত এসে থেমে যায়। এদিকে মেন লাইনের বহু ট্রেনই দমদমের আগেই আটকে যায়। এই আবহে দমদম স্টেশন থেকে ঘোষণা করা হচ্ছে, পরবর্তী ট্রেন কখন আসবে তা বলা যাচ্ছে না। এদিকে দূরপাল্লার ট্রেনের মধ্যে আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল করা হয় আজ।
হাওড়া ডিভিশনেও রেল পরিষেবা ব্যাহত। টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ইয়ার্ড। সেখানেও পাম্প করে জল বের করার চেষ্টা হচ্ছে। এর জেরে হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস পরিষেবা বিঘ্নিত হয়েছে। ডাউন কাটিহার এক্সপ্রেস শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তারকেশ্বর লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। এখনও তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন সময়মতো চলতে পারছে না।