• টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, মৃত ৪
    দৈনিক স্টেটসম্যান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সোমবার রাতের বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ অংশ। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জল থই থই অবস্থা। কলকাতা পুরসভার তরফে যুদ্ধকালীন তৎপরতায় জল বের করার চেষ্টা শুরু হয়েছে। যদিও সকাল নটা পর্যন্ত শহর কলকাতার বিস্তীর্ণ অংশ জলের তলায় রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রেকর্ড বৃষ্টির জেরে কলকাতা শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কখনও কখনও সামান্য বৃষ্টিও হচ্ছে।

    টানা বৃষ্টির জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর মিলেছে। তাঁদের মধ্যে কালিকাপুর, বেনিয়াপুকুরের বাসিন্দারা রয়েছেন। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সব রাস্তায় আগে কখনও জল জমেনি, সেই রাস্তাও জলের নীচে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে যেহেতু দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)