• জল জমে গিয়েছে মেট্রো লাইনে! মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত বন্ধ পরিষেবা, দুর্যোগ-দুর্ভোগে ভাঙাপথেই যাত্রা
    আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। নাগাড়ে বৃষ্টির জেরে জল জমে গিয়েছে মেট্রোর লাইনে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে লাইনে জল জমে গিয়েছে। তার জেরে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত অংশে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলাচল করছে। পরে শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত পরিষেবা চালু হয়েছে। তবে মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা এখনও বন্ধ।

    কলকাতা মেট্রোকে শহরের ‘লাইফলাইন’ বলা চলে। যানজট এড়িয়ে স্বল্প সময়ে কলকাতার এক প্রান্ত থেকে অন্যত্র পৌঁছে যাওয়া যায় মেট্রোয় চেপে। কিন্তু মঙ্গলবার সকালে দুর্যোগের মাঝে বাদ সাধল মেট্রোও। নাগাড়ে বৃষ্টির জেরে গোটা শহরের পরিবহণ ব্যবস্থা দৃশ্যত পঙ্গু হয়ে গিয়েছে। ভোর থেকে বিঘ্নিত লোকাল ট্রেনের পরিষেবা। রাস্তায় জল জমে যাওয়ার ফলে যান চলাচলও বিঘ্নিত হয়েছে। এ অবস্থায় অনেকেই মেট্রোয় চেপে গন্তব্যে পৌঁছোনোর কথা ভেবেছিলেন। কিন্তু তাতেও বিপত্তি। মেট্রোর লাইনেও জল জমে গিয়েছে। তার জেরে ব্লু লাইনে সম্পূর্ণ পথে পরিষেবা চালানো সম্ভব হচ্ছে না।

    মেট্রোর তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। পাম্প বসিয়ে সেখান থেকে জল বার করার চেষ্টা হচ্ছে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। এ অবস্থায় মেট্রোর ব্লু লাইনের ওই অংশ আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওই অংশে মেট্রোর লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জল বার করা হচ্ছে।

    পরে সকাল ১০টা নাগাদ মেট্রোর তরফে জানানো হয়, শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। অন্য দিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্তও মেট্রো যাতায়াত করছে।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আধিকারিকেরা পরিস্থিতির উপর নজর রাখছেন। রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে যে জায়গাগুলিতে পাম্প বসানো হয়েছে, সেখানে পৌঁছে গিয়েছেন মেট্রোর আধিকারিকেরা। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

    মঙ্গলবার সকাল থেকে এই বিপত্তির জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেককেই মেট্রো স্টেশন পর্যন্ত গিয়ে পরিষেবা বন্ধ থাকার খবর পেয়ে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। আবার দক্ষিণেশ্বর, দমদমের দিক থেকে যাঁরা শহিদ ক্ষুদিরামের দিকে যাচ্ছেন, তাঁদেরও ময়দান স্টেশনে নেমে গন্তব্যে পৌঁছোনোর জন্য বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।

    রাতভর বৃষ্টিতে দৃশ্যত বিপর্যস্ত কলকাতা শহর। একটানা বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমবেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। বহু বাড়ি ও গাড়ি জলের নীচে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সব রাস্তায় আগে কখনও জল জমেনি, সেই রাস্তাও জলের নীচে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে যেহেতু দীর্ঘ ক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)