• ডেঙ্গি-রোধী প্রচার থেকে মণ্ডপে আবর্জনার বিন, তৈরি উত্তর দমদম
    আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • মণ্ডপে মণ্ডপে থাকবে আবর্জনা ফেলার বিন। মণ্ডপ ঘিরেস্থানীয় ওয়ার্ডে নিয়মিত সাফাইয়ের দায়িত্বে থাকছে পুরকর্মীদের একটি দল। এর পাশাপাশি, কেন্দ্রীয় ভাবে এলাকা পরিচ্ছন্ন রাখার কাজ করবে আর একটি দল। কোনও ভাবেই যাতে যত্রতত্র আবর্জনা পড়ে না থাকে, সে দিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। ১০টি জায়গায় থাকবে পুরসভার কিয়স্ক।সেখান থেকে চলবে সচেতনতার প্রচার। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার প্রচারের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    পুজোর সময়ে এলাকা পরিচ্ছন্ন রাখতে এ ভাবেই প্রস্তুতিনিচ্ছে উত্তর দমদম পুরসভা। পুরসভা সূত্রের খবর, বিভিন্ন পুজোর আয়োজক থেকে শুরু করে বাজার কমিটি এবং আবাসিককমিটিগুলির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে। পুরকর্তাদের আশা, পুজো চলাকালীন বিভিন্ন কমিটি তাদের এলাকা পরিষ্কাররাখার ব্যাপারে সহযোগিতা করবে। পুরসভার তরফে নিয়মিত আবর্জনা অপসারণের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

    স্থানীয়দের কথায়, এখনও বাসিন্দাদের একাংশের মধ্যে যেখানে-সেখানে জঞ্জাল ফেলারপ্রবণতা রয়েছে। ফাঁকা জমি, খোলা নর্দমা কিংবা জলাশয়ে থার্মোকল, প্লাস্টিক থেকে শুরু করে পুজোর সময়ে বিভিন্ন সামগ্রীফেলে দেওয়ার ঘটনা নতুন নয়। তাই সেই বিষয়ে প্রচারে জোর দেওয়া প্রয়োজন। এক পুরকর্তা জানান, সাফাই অভিযান, ডেঙ্গিপ্রতিরোধে সচেতনতার প্রচারের পাশাপাশি প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ নিয়েও প্রচার চলবে।

    উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসজানান, জঞ্জাল অপসারণে বছরভর কাজ চলে। তবে, পুজোর সময়ে বহু মানুষের সমাগম হয়। স্বাভাবিক ভাবেই বাড়ে বর্জ্যের পরিমাণ। সে সব দিক বিবেচনায় রেখে সাফাই অভিযান ওপ্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণে জোর দেওয়া হবে।
  • Link to this news (আনন্দবাজার)