• রাতভর ভারী বৃষ্টিতে পঙ্গু কলকাতার ট্রাফিক, কোন কোন রাস্তায় প্রবল যানজট?
    এই সময় | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন প্রায় গোটা কলকাতা এবং সল্টলেক। একাধিক জায়গায় জল জমে যাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকে গোটা কলকাতা ও লাগোয়া এলাকার ট্রাফিক মুখ থুবড়ে পড়েছে। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় ধাক্কা লেগেছে। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ সকাল থেকে। একাধিক রাস্তায় জল জমার কারণে বাস-অটো প্রায় নেই।

    জল জমার কারণে একাধিক রাস্তায় গাড়ি চলাচল স্লথ রয়েছে, বাধাপ্রাপ্ত হচ্ছে।

    একাধিক জায়গায় জল জমার কারণে কলকাতা যাওয়ার একাধিক রাস্তায় ট্রাফিকের অবস্থা শোচনীয়। নোয়াপাড়া, আকাঙ্খা এবং শ্রাচী থেকে কলকাতা যাওয়ার জন্য ২১১ নম্বর রুট হয়ে ভিআইপি রোড ধরার পরামর্শ।

    কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে রাস্তায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। প্রয়োজনমতো ডাইভার্সন করানো হচ্ছে রাস্তায়।

  • Link to this news (এই সময়)