মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে কলকাতা। চারদিকে জল জমে রয়েছে। জলের তলায় বাস টার্মিনাস থেকে রেললাইন। তড়িদাহত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ থেকে ৮ জন। জোয়ারের জলে পরিস্থিতি আরও কিছুটা জটিল হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শহরবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন তিনি। মঙ্গলবার স্কুল ছুটির ঘোষণাও করেন তিনি। এমনকী যাঁরা অফিসে যান, তাঁদেরও আজ, পরিস্থিতি বুঝে আগামিকালও না বেরোনোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। এ দিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুল শিক্ষা দপ্তর ছুটির বিজ্ঞপ্তি জারি করে। দুর্যোগের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে ২৪ ও ২৫ শে সেপ্টেম্বর।
এক সংবাদমাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, খুব দরকার ছাড়া আজ যেন বাড়ির বাইরে কেউ না বের হন। সরকারি কর্মীদের অফিসে না এলেও সমস্যা হবে না, সে আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রাইভেট সেক্টরগুলিকেও মানবিকতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘প্রাইভেট সেক্টরগুলিকে বলব, এ রকম অস্বাভাবিক দুর্যোগ হয়েছে। প্লিজ আপনারা আজকের ছুটিটা কাটবেন না। তাঁরাও তো মানুষ। তাঁরা কি জীবন বিসর্জন দিয়ে কাজে যাবে? মানবিকতার দিক থেকে বিবেচনা করতে বলব।’