• Video: দেবীপক্ষে মহিলা পুলিশের সিংহমূর্তি, এনকাউন্টারে জখম ডাকাত, পায়ে পড়ে চাইল ক্ষমা
    এই সময় | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • দেবীপক্ষ পড়ে গিয়েছে। দেবীপক্ষের দ্বিতীয়ায় সিংহমূর্তি ধারণ করল উত্তরপ্রদেশের মহিলা পুলিশ বাহিনী। অপরাধীদের বিরুদ্ধে জেলায় জেলায় যোগীরাজ্যের পুলিশের ‘এনকাউন্টার’ চলছেই। এ বার মহিলা পুলিশরাও এই দলে যোগ দিল। সোমবার রাতে ডাকাতি, চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে গুলি চালিয়ে আহত করে গ্রেপ্তার করল গাজিয়াবাদ জেলার এক মহিলা থানার পুলিশকর্মী-অফিসাররা।

    এনকাউন্টারে আহত অপরাধীকে কাঁদতে দেখা যায়। মহিলা পুলিশ অফিসারদের পায়ে পড়ে ক্ষমা চাইতে দেখা যায়। অনেকটাই দেবী দুর্গার ত্রিশূলের খোঁচা খাওয়ার পরে মহিষাসুরের মতো। মহিলা পুলিশকর্মীদের বলতে শোনা যায়, ‘আর পুলিশের উপরে গুলি চালাবি? কেন চালিয়েছিলি?’ পরে মহিলা পুলিশকর্মীদের কাঁধে ভর দিয়েই সেই দুষ্কৃতী পুলিশ জিপে এসে বসে।

    গাজিয়াবাদের সিহানি গেট থানা এলাকায় এই এনকাউন্টার হয়েছে। সেখানে চেকিং চলছিল। স্কুটি নিয়ে আসছিল জিতেন্দ্র নামে ওই দুষ্কৃতী। মহিলা পুলিশ বাহিনীকে দেখেই সে স্কুটি ঘুরিয়ে পালাতে যায় কিন্তু, পিছলে পড়ে যায় সে।

    তার পরেই সে মহিলা পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। মহিলা পুলিশকর্মীরা পাল্টা গুলি চালালে তার পায়ে গুলি লাগে। এর পরে জিতেন্দ্রকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য পুলিশি প্রহরায় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গাজিয়াবাদের সহকারি পুলিশ কমিশনার উপাসনা পান্ডে জানিয়েছেন, অপরাধীর কাছ থেকে পুলিশ চুরি যাওয়া অনেক মালই উদ্ধার করতে পেরেছে। এর মধ্যে রয়েছে একটি স্কুটি, একটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি কার্তুজ।

  • Link to this news (এই সময়)