ভারতে বসে তারকা হবেন অনলিফ্যানসে? কোটিপতি হওয়ার আগে জেনে নিন আয়করের নিয়ম
আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে জোর চর্চা অনলিফ্যানস নিয়ে। বিশ্বব্যাপী ব্যবহারকারী এবং কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনলিফ্যানস-এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতেও এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য ভাবে। অর্থ উপার্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে, এই প্ল্যাটফর্মটি কনটেন্ট ক্রিয়েটরদের তাঁদের ভক্তদের সঙ্গে সরাসরি কন্টেন্ট শেয়ার করে অর্থ উপার্জন করার পথ সুগম করে দিয়েছে।
কিন্তু ভারতে বসে তারকা হবেন অনলিফ্যানসে? এদেশে আয়করের নিয়ম কী? অনলিফ্যানস কি ভারতে বৈধ? প্রশ্ন উঠছে তা নিয়েও। তথ্য-অনলিফ্যানস ভারতে বৈধ। ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্ট তৈরি করা বা প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ উপার্জন নিষিদ্ধ করার কোনও আইন নেই। নির্মাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাঁদের কন্টেন্ট ভারতীয় আইন লঙ্ঘন করে না, যেমন অশ্লীলতা বা শিশু সুরক্ষা সম্পর্কিত আইন।
একইসঙ্গে মনে রাখতে হবে, অপ্রাপ্তবয়স্কদের জড়িত থাকা কিংবা অন্যান্য অবৈধ কার্যকলাপ শেয়ার করা ভারতীয় আইন অনুসারে কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য। একইসঙ্গে কন্টেন্ট নির্মাতাদের মনে রাখতে হবে, প্ল্যাটফর্মটি বৈধ হলেও, তাঁদের আয় এখনও ভারতীয় কর বিধির অধীন। মূল বিষয় হল আয় সঠিকভাবে রিপোর্ট করা এবং আয়কর আইন মেনে চলা। এখান থেকে থেকে আয় কর-সংক্রান্ত উদ্দেশে ব্যবসায়িক আয়ের মতোই বিবেচিত হয়। কন্টেন্ট প্রস্তুতকারকদের স্ব-কর্মসংস্থানকারী ব্যক্তি বা সেলফ এমপ্লয়ি হিসেবে বিবেচনা করা হয়, যার অর্থ তাঁরা তাঁদের আয়ের কর প্রদান করবেন।
সাবস্ক্রিপশন, টিপস, পেইড মেসেজ বা ব্যক্তিগতকৃত কন্টেন্ট থেকে প্রাপ্ত আয় 'ব্যবসা এবং পেশা থেকে লাভ'-এর আয়ের আওতায় পড়ে। এই শ্রেণিবিভাগ অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ফ্রিল্যান্সারদের মতো, যাঁরা অনলাইনে আয় করেন। যদি কোনও কন্টেন্ট ক্রিয়েটার একটি আর্থিক বছরে ১ কোটি টাকার বেশি মোট রাজস্ব আয় করেন, তাহলে তাঁদেরও ট্যাক্স অডিটের আওতায় আনা হতে পারে। তথ্য, OnlyFans-এ অর্জিত সমস্ত অর্থ, নগদ বা ডিজিটাল পেমেন্ট যাই হোক না কেন, ভারতীয় আইন অনুসারে করযোগ্য।
তথ্য, যদি একজন স্রষ্টার আয় বছরে ২০ লক্ষ টাকার বেশি হয় (অথবা বিশেষ শ্রেণির রাজ্যগুলির জন্য ১০ লক্ষ টাকা), তাহলে তাঁদের অবশ্যই GST-তে নিবন্ধন করতে হবে। ভারতীয় গ্রাহকদের প্রদত্ত পরিষেবাগুলি GST ব্যবস্থার অধীনে ১৮ শতাংশ হারে কর ধার্য করা হয়।
এই প্রসঙ্গে উল্লেখ্য, অনলিগিল্ডার ৪৯টি দেশে ব্যবহারকারীর আচরণের প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রকাশ করেছে, যার লক্ষ্য হল অনলিফ্যানস-এর মতো প্রাপ্তবয়স্ক প্ল্যাটফর্মগুলিতে মানুষ আসলে কী খুঁজছেন তা বোঝা। ভারতে ব্যবহারকারীর অনুসন্ধানগুলি স্বল্পমেয়াদী কল্পনার বাইরেও বিস্তৃত। মানুষের পরিচয়ের জটিল দিকটির প্রতিফলন লক্ষ করা গিয়েছে। গবেষণা অনুযায়ী, দেশের শীর্ষ অনুসন্ধানগুলি এমন একটি সামাজিক চিত্র প্রকাশ করেছে যেখানে সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে গভীরভাবে আবদ্ধ কিন্তু সীমা ছাড়িয়ে যেতেও আগ্রহী ভারতীয়রা। প্ল্যাটফর্মের শেয়ার করা তথ্য অনুসারে, অনলিফ্যানস-এ ভারতের শীর্ষ অনুসন্ধান শব্দগুলির মধ্যে রয়েছে, ভারত, মেদবহুল, এশিয়ান, কোরিয়া, জাপান, মিলফ্, ব্লন্ড এবং দম্পতি। যদিও প্রাপ্তবয়স্কদের কন্টেন্টের ক্ষেত্রে এটি স্বাভাবিক বলে মনে হতে পারে, তবুও এটি ভারতীয়দের যৌন উত্তেজনাপূর্ণ মানসিকতার ছবি প্রকাশ করেছে।