• স্কুলে তুমুল মারপিট, 'প্রতিদ্বন্দ্বী'কে কামড়ে দিলেন দিদিমণি! দেখেই তাজ্জব পড়ুয়ারা ...
    আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং অঙ্গনওয়ারি স্কুলের সহায়িকার মধ্যে তুমুল মারপিট। মারপিট চলাকালীন সেই সহায়িকার হাত কামড়ে দিলেন বিবাদমান শিক্ষিকা। ঘটনায় স্কুলে হইহই কাণ্ড। 

    দিদিমণির কীর্তিতে তাজ্জব এলাকার বাসিন্দারা। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ দেখান স্কুলে। বিক্ষোভ দেখে পালিয়ে যান শিক্ষিকা মিতালি সিনহা। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের মাজু সতী সাধন প্রাইমারি স্কুলের ঘটনা এটি। জানা গিয়েছে, অভিযুক্ত দিদিমণিকে ওই স্কুল থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে এই ব্যাপারে পুলিশের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। 

    এই ঘটনায় ক্ষুব্ধ এক অভিভাবক মিনতি বিনি। শিক্ষিকার সঙ্গে সহায়িকার মারপিট মেনে নিতে পারেছেন না তিনি। তিনি বলেন, 'ওঁদের ঝামেলা প্রতিদিনের। দিদিমণির সঙ্গে সহায়িকার ঝগড়া দেখে ওখানকার ছাত্রছাত্রীরা কী শিখছে? এই দেখে তো ভাই বোনদের সঙ্গে মারামারি করবে। অঙ্গনওয়ারি কেন্দ্রটি বন্ধ করে রাখায় খাবার, পড়াশোনা সব দিকেই ক্ষতি। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যাতে এই অঙ্গনওয়ারি সুস্থভাবে চলে। সেই চেষ্টাই আমরাও করছি।' 

    জানা গিয়েছে, বিবাদ চলাকালীন শিক্ষিকার কামড়ে গুরুতর জখম হন সহায়িকা চন্দ্রিমা সাহা। তিনি হাসপাতালে যান চিকিৎসার জন্য। তিনি বলেন, 'দিদি মিতালি সিনহার সঙ্গে উনুনের জন্য তর্ক হয়েছিল। উনি উনুন আছাড় মেরে ভেঙে দেন। আমি যখন সেই ঘটনা মোবাইলে ভিডিও করতে যাই তখন তিনি সেই মোবাইল কেড়ে নিয়ে ভাঙতে যান। মোবাইল দিতে না চাওয়ায় আমাকে মারতে যান। এই দেখে ভয়ে সেখান থেকে পালাতে যাই। তখন ওই শিক্ষিকা হাত ধরে কামড়ে দেন। এরপর আমার চিৎকারে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। পরে সেখান থেকে হাসপাতালে যাই চিকিৎসার জন্য।'  

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ঘটনাটি ঘটে। শিক্ষিকা কামড়ে দেন সহায়িকাকে। শিক্ষিকাকে ট্র্যান্সফার করা হতে পারে। ঘটনার জেরে স্কুলে তালা দিয়ে দেন এলাকার বাসিন্দারা। শিক্ষিকাকে স্কুল থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন সকলেই।
  • Link to this news (আজকাল)