• জোড়া নিম্নচাপের সাঁড়াশি আক্রমণ, পুজোর আগেই আরও ভয়াবহ হবে কলকাতার পরিস্থিতি! ভয় ধরাচ্ছে হাওয়া অফিসের আপডেট...
    আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষাকাল পেরিয়ে গেলেও বঙ্গে বর্ষা বিদায় হয়নি। উলটে দিনে দিনে দাপট বাড়ছে। খাস কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা থাকলেও, সোমবার রাতের টানা কয়েকঘণ্টার বৃষ্টিতে যে ভয়াবহ পরিস্থিতি খাস কলকাতার, তাতে শিউরে উঠছেন সাধারণ মানুষ। 

    যদিও, আবহাওয়ার এই পরিস্থিতির লক্ষণ কিছুটা আগেই পাওয়া গিয়েছিল হাওয়া অফিসের পূর্বাভাসে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিস আগেই সোমবার ওই ঘূর্ণাবর্তর প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছিল। তথ্য, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে এগোবে উত্তর পশ্চিম দিকে এবং তা পৌঁছবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে এই নিম্নচাপের রেশ থাকতে থাকতেই সাগরে ফের তৈরি হবে নিম্নচাপ। মৌসম ভবন জানাচ্ছে, ২৫ সেপ্টেম্বর নাগাদ পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে অপর এক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এটিও এগিয়ে গিয়ে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে, তেমন সম্ভাবনার কথাই জানাচ্ছে হাওয়া অফিস। 

    জোড়া নিম্নচাপের আক্রমণে উত্তাল থাকবে সাগর। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কা। এই পরিস্থিতিতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের।

    দুই নিম্নচাপের প্রভাবে কেমন থাকবে জেলার আবহাওয়া? 

    হাওয়া অফিস জানাচ্ছে-

    ২৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। প্রবল বর্ষণ, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনই উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।  মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

    মঙ্গলবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে  ৩০.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি। দিনভর কলকাতার আকাশ থাকবে মেঘলা। বৃষ্টি হবে দিনভর।  সোমবার রাত্রি থেকেই কলকাতায় তুমুল বৃষ্টিপাত, মঙ্গলবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছে কলকাতায়।

    এর মাঝেই সামনে এসেছে বৃষ্টির তথ্য। হাওয়া অফিস জানাচ্ছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। শহরের কোন এলাকায় কতটা বৃষ্টি হল গত কয়েকঘণ্টায়? একাধিক সূত্রের তথ্য-

     
  • Link to this news (আজকাল)