• জমা জলে পা ফেলতেই সব শেষ! একের পর এক মৃত্যু খাস কলকাতায়? শহর দেখে শিউরে উঠছেন মানুষ
    আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকঘণ্টার টানা বৃষ্টি আর তার পরিণাম। মঙ্গল সকালের শহর দেখেই শিউরে উঠছেন বাসিন্দারা। জলমগ্ন পরিস্থিতিতে বিপর্যস্ত জীবন। সকাল থেকেই জমা জল দেখেই বাড়ছিল উদ্বেগ। বেলা বাড়তেই সেই উদ্বেগ, আশঙ্কা সত্যি হয়ে সামনে এসেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। 

    প্রাপ্ত তথ্য- মৃত পাঁচজনের একজন নেতাজি নগরের বাসিন্দা, একজন ইকবালপুরের বাসিন্দা, একজন বেনিয়াপুকুরের বাসিন্দা, একজন কালিকাপুরের বাসিন্দা এবং একজন বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। তথ্য, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনেরই। তথ্য, মৃতদের মধ্যে একজনের নাম জীতেন্দ্র সিং, বয়স ৬০।  

    সোমবার রাত্রি থেকে বৃষ্টি শুরু। একনাগাড়ে বৃষ্টি চলছে মঙ্গল সকালেও। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ডুবেছে শহর। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা একপ্রকার জলের তলায়। জলমগ্ন গোটা সল্টলেক চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাও। মঙ্গলবার শহরের দিকে তাকালেই দেখা যাচ্ছে, মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তা-ঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়। লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর। 

    প্রবল বর্ষণ পরিস্থিতিতে, রেলের তরফে জানানো হয়েছে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে হাওড়া স্টেশন ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ স্টেশন ইয়ার্ড, চিতপুর উত্তর কেবিন, বিভিন্ন গাড়ি শেড এবং শিয়ালদহ ইয়ার্ডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের রেল লাইনে জল জমেছে। জমে থাকা জল বের করার জন্য বেশ কয়েকটি জায়গায় জল পাম্প বসানো হয়েছে, কিন্তু সংলগ্ন সিভিল এলাকা থেকেও জল জমে যাওয়ায় জল বের করার প্রক্রিয়া জারি থাকলেও জল পুনরায় রেলওয়ে ইয়ার্ডে ফিরে আসছে। 

    রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিচারে, মঙ্গলবার সকালে কিছু শহরতলির ট্রেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু জায়গায় পরিস্থিতি বিচারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলকাতা থেকে ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে ১৩১৭৭ শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগে ট্রেন চলাচল বন্ধ করা হয় সকালের দিকে। ট্র্যাক এবং চিৎপুর ইয়ার্ডে জল জমার কারণে সার্কুলার রেলওয়ে লাইনে ট্রেন চলাচল বন্ধ।

    এর মাঝেই সামনে এসেছে বৃষ্টির তথ্য। হাওয়া অফিস জানাচ্ছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। শহরের কোন এলাকায় কতটা বৃষ্টি হল গত কয়েকঘণ্টায়? একাধিক সূত্রের তথ্য-

     
  • Link to this news (আজকাল)