• জলে ডুবে গোটা শহর, সাবধানতা অবলম্বনে বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, জানাল সিইএসসি...
    আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। হাওয়া অফিস জানিয়েছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন। আরও বিপদ এড়াতে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)। 

    মঙ্গলবার নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিইএসসি জানিয়েছে, “একটানা বৃষ্টিতে জমা জল এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জল না নামা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।” সিইএসসি আরও জানিয়েছে, “বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, বেলিয়াঘাটা, আলিমুদ্দিন স্ট্রিট, কাঁকুরগাছির একাংশ, টালিগঞ্জ, বেহালা, এলগিন রোড ছাড়াও আরও কিছু এলাকায় পরিষেবা ব্যাহত হবে। আমাদের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা করছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।” 
  • Link to this news (আজকাল)