কেন ডুবল কলকাতা, মেঘভাঙা বৃষ্টি না অন্য কিছু, কী বলছেন আবহাওয়াবিদরা, পুজোতেও কি ভাসবে শহর?...
আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অল্প সময়ে এত বৃষ্টি আগে দেখেনি কলকাতা। যে দিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল। ব্যাহত মেট্রো, ট্রেন পরিষেবা। রাস্তাঘাটে বাস-অটোর আকাল। যে সকল গাড়ি রয়েছে তারাও ভাড়া চাইছে বেশি। কিন্তু মাত্র তিন থেকে চার ঘণ্টার মধ্যে এত বৃষ্টি হল কেন শহরে? মেঘভাঙা বৃষ্টি না নিম্নচাপের প্রভাব? পুজোর সময়ও এরকম প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি? কী বলছেন আবহওয়াবিদরা?
আজকাল ডট ইনের সঙ্গে কথা বলেছিলেন আবহাওয়াবিদ ডা. নৈরিতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “গতকাল গভীর রাতে অর্থাৎ রাত ৩টে থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়াকে আমরা মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডবার্স্ট বলে থাকি। যে কোনও ধরণের নিম্নচাপ বলয়ের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। কারণ, নিম্নচাপ খুব দ্রুত তৈরি হয়। কিউমুলোনিম্বাস মেঘ খুব দ্রুত তৈরি হয়। বেশি সময় পাওয়া যায় না। এর ফলে এই ধরণের বৃষ্টির পূর্বাভাস আগে থেকে করা সম্ভব নয়। তৎক্ষণাৎ এর ঘোষণা করা যায়। তিনি আরও বলেন, “কিন্তু যেটা পূর্বাভাস করা যায় তা হল, যেহেতু আমরা বুঝতে পারছি যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। কবে থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে, কত দিন থাকবে, সেই তথ্যের সঙ্গে মেঘভাঙা বৃষ্টি সম্পর্কিত। ঠিক যেমন কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত বা ঝড় সম্পর্কিত। মেঘভাঙা বৃষ্টি সাধারণত ভোরের দিকে বা বিকেল ৪টের পর হয়ে থাকে। কারণ, ওই সময়ই বঙ্গোপসাগর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করে। এর ফলেই এই প্রবল বৃষ্টিপাত হয়েছে।”
আর মাত্র চারদিন বাকি দুর্গাপুজোর। তার আগেই ভাসছে শহর। এর ফলে সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পুজোর আনন্দও কী মাটি করবে বৃষ্টি? ভাসবে কল্লোলিনী? এই প্রশ্নের উত্তরে নৈরিতা বলেন, “পূর্বাভাস অনুযায়ী মঙ্গল এবং বুধবার অর্থাৎ ২৩ এবং ২৪ সেপ্টেম্বর খুব বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ২৫ এবং ২৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। কারণ, আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বুধবার। এর ফলে চতুর্থী এবং পঞ্চমীর দিন আমাদের একটু সতর্ক থাকতে হবে। আপাতত নিম্নচাপের যে কেন্দ্র রয়েছে সেটি অনেকটা পশ্চিম দিকে সরে গিয়েছে। এর ফলে পশ্চিমের জেলা যেমন, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, “কলকাতায় এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও যদি নতুন নিম্নচাপ বুধবার তৈরি হয় তাহলে ২৫ এবং ২৬ সেপ্টেম্বর আবার বৃষ্টি হতে পারে কলকাতায়।”
প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত। কোথাও হাটু সমান জল। কোথাও বাড়ি একতলা জলের তলায়। সকাল থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। ২৩ তারিখ পরীক্ষা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ পরে জানানো হবে। শহরে একাধিক সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে, মঙ্গলবার থেকেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি। বেসরকারি স্কুলগুলিকেও পরিস্থিতি বিচারে পুজোর ছুটি এগিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যের সরকারি কর্মীদের মঙ্গলবার বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের দিনে, দুর্যোগের মাঝে কেউ কর্মক্ষেত্রে পৌঁছতে না পারলে, তা কর্মীদের ছুটি হিসেবে গ্রাহ্য হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মানবিকতার বিচারে বেসরকারি সংস্থাগুলিকেও মঙ্গলবার এবং আগামিকাল অর্থাৎ বুধবার কর্মীদের বাড়িতে থেকে কাজ করার ব্যবস্থার কথাও বলেছেন।