কলকাতার জলযন্ত্রণা, মঙ্গলবার শহরের কোনও পুজো উদ্বোধন করবেন না মমতা! সামনে এল বড় সিদ্ধান্ত...
আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহানগরের জলযন্ত্রণা। উত্তর থেকে দক্ষিণ, হাঁটু পেরিয়ে কোমর জল। বেলা বাড়লেও পরিস্থিতি এখনও একই রকম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা একাধিক। সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক আগেই তাঁর প্রবল উদ্বেগ, পরিস্থিতি বিচারে বেশকিছু সিদ্ধান্ত, পরামর্শ প্রকাশ্যে এসেছে। কিছুক্ষণেই সামনে এল আরও এক সিদ্ধান্তের কথা।
মঙ্গলবার জানা গেল, দুর্যোগ পরিস্থিতিতে, এদিন শহরের নির্ধারিত পুজোগুলির উদ্বোধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন। কুণাল লিখেছেন, 'আজ কলকাতার সব নির্ধারিত পুজো উদ্বোধন স্থগিত করার সিদ্ধান্ত নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী @MamataOfficial। আজ নিজে গোটা দুর্যোগজনিত পরিস্থিতি ও প্রশাসনের কাজ মনিটর করবেন। কলকাতারগুলি কাল উদ্বোধন করবেন। আর আজ জেলার নির্ধারিত পুজো, যেখানে দুর্যোগ হয়নি, সব ঠিক আছে, বাড়ি থেকে ভার্চুয়ালি সেগুলি উদ্বোধন করে দেবেন মুখ্যমন্ত্রী।'
একটানা ভারী বৃষ্টি কলকাতায়। রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। তথ্য, এর আগে, এত কম সময়ে এই তুমুল বৃষ্টি এবং এই ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি এর আগে দেখেনি এই শহর। তার মধ্যে পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল। কোমর জলে ডুবে গাড়ি, একাধিক জায়গায় এক তলায় জল ঢুকেছে হুহু করে। বিভিন্ন এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা।
পরিস্থিতির কথা মাথায় রেখে, মঙ্গলবার থেকেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, বেসরকারি স্কুলগুলিকেও পরিস্থিতি বিচারে ছুটি এগিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 'আজ থেকেই স্কুল ছুটি পড়বে, বাচ্চাদের আর স্কুলে আসতে হবে না।' অর্থাৎ সরকারি স্কুলগুলিতে সময়ের আগেই পড়ল পুজোর ছুটি।
মঙ্গলবারেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জানায়, পরিস্থিতি বিচারে ২৪ এবং ২৫ তারিখ অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার সরাকির, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল বন্ধ থাকবে (পাহাড়ি এলাকার স্কুলগুলি ছাড়া)। ছুটি থাকবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যে স্কুল-কলেজগুলিতে পুজোর ছুটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার অর্থাৎ ২৬ তারিখ থেকে। সেই ছুটিই দুর্যোগ পরিস্থিতিতে এগিয়ে এল দু' দিন।
জলমগ্ন শহরের এই পরিস্থিতিতেই বড় ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, এদিন সব বিভাগের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিন বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বাতিল করা হয়েছে। বৈঠকও বাতিল করা হয়েছে।