বাঁকুড়ার বেলিয়াতোড়ে দুটি বেসরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে জখম ৩০
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সাত সকালেই বাঁকুড়ার বেলিয়াতোড়ে দুটি বেসরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে ৩০ জন জখম হলেন। জখমদের উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে তাঁদের চিকিৎসা চলছে। এদিন সকালে বাঁকুড়ায় ভারী বৃষ্টি হয়।ফলে রাস্তা পিচ্ছিল ছিল। সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্গাপুর-বাঁকুড়া ও বাঁকুড়া-কৃষ্ণনগর রুটের বাস দুটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। ওই সময়ে বেলিয়াতোড় থানার বনগ্রাম এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্গাপুর-বাঁকুড়া রুটের বাসটি পাল্টি খেয়ে রাস্তার পাশের মাঠে গিয়ে পড়ে। অপর বাসটির সামনের অংশ দুমড়েমুচরে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাস দুটির মধ্যে একটির চালক পায়ে গুরুতর চোট পান। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, একটি বাস ওভারটেক করার সময়ে দুর্ঘটনাটি ঘটে।