• রাতভর বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত শহর, স্তব্ধ গণপরিবহণ! বাতিল একাধিক ট্রেনও
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা শহর। ভেঙে গিয়েছে প্রায় ১২১ বছরের একদিনের বৃষ্টির রেকর্ড। স্তব্ধ গোটা শহর থেকে শহরতলি। রাস্তায় জমেছে জল। নেই কোনও পরিবহণ। অটো, রিক্সাই ভরসা। নেই বাস। ট্র্যাকে জল জমার জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। পার্ক সার্কাস রেল স্টেশনে জল জমার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা। হাওড়া স্টেশনেও পরিস্থিতি খারাপ। এর মাঝেই আজ, মঙ্গলবার বাতিল হয়েছে একাধিক ট্রেন। হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। সেগুলি হল- ৩৬০৮১ হাওড়া-মশাগ্রাম, ৩৭২১৫ হাওড়া-ব্যান্ডেল, ৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর, ৩৭৩০৭ হাওড়া-হরিপাল।নিয়ন্ত্রণ করা হচ্ছে- ১২০১৯ রাঁচি-শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের ২২৩০১, ২২৩০৩ ও ২২৩০৯ ট্রেন, ২২৩৮৭ ব্ল্যাক ডায়মণ্ড এক্সপ্রেস, ১৩০১৭ গণদেবতা এক্সপ্রেস। জল জমেছে টিকিয়াপাড়া কারশেডেও। রেল লাইনে জল জমায় ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সেগুলি হল- ১. আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, ২. শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস। চিৎপুর ইয়ার্ড ও লাইনে জল জমে যাওয়ায় চক্ররেল পরিষেবা বন্ধ রয়েছে। রাস্তায় জল জমার কারণে ব্যাপক যানজট রয়েছে। ভোগান্তি কোন কোন রাস্তায় জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ- ইএম বাইপাস, মা ফ্লাইওভার, থিয়েটার রোড, আমহার্স্ট স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, হসপিটাল রোড, এজেসি বোস রোড, মহাত্মা গান্ধী রোড, বিধান সরণি, রবীন্দ্র সরণি, উল্টোডাঙায়। 
  • Link to this news (বর্তমান)