প্রাকৃতিক দুর্যোগের জেরে মুখ্যমন্ত্রীর ‘নির্দেশের’ পর রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজে ছুটির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেকর্ড বৃষ্টি শহরে। জল জমে রয়েছে সর্বত্র। বিগত কয়েক দশকে এই ধরণের দুর্যোগ দেখেনি তিলোত্তমা। যার ফলে নাজেহাল সকলেই। আর এই দুর্যোগের কথা মাথাতে রেখেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল, বুধবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে ছুটির ঘোষণা করার ব্যাপারে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর (বুধবার এবং বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে রাজ্যের স্কুল-কলেজে পুজোর ছুটি পড়ার কথা ছিল। আজ, মঙ্গলবার দুর্যোগের কারণে অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। সেই অর্থে, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজগুলিতে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথাতে রেখে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।