• ওয়ার্ক ফর্ম হোমের আর্জি মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর। সকাল থেকে একের পর এক মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থাগুলিকে দুই দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব দরকার ছাড়া কাউকে বাড়ি থেকে না বেরনোরও পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার থেকেই রাজ্য সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

    এদিন সন্ধ্যার পরও কলকাতার বিভিন্ন রাস্তা থেকে জল নামেনি। এরই মধ্যে একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে থাকে। এই পরিস্থিতিতে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।তাঁর নির্দেশে রাজ্য সরকারি স্কুলগুলিতে মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।এই দুর্যোগের কারণে তিনি আইসিএসই ও সিবিএসই বোর্ডের স্কুলগুলিকেও ২ দিন ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে সম্ভব হলে ছুটি, না হলে অনলাইন ক্লাস করানোর আর্জি জানান মমতা। বেসরকারি সংস্থাগুলির কাছে তাঁর আবেদন, এই দুর্যোগের কারণে কর্মীদের জন্য দুই দিন বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা হোক। এর জন্য যেন কোনও ছুটি বা টাকা কাটা না হয় সেই আবেদনও জানান তিনি।

    সোমবার রাতের পর মঙ্গলবারও কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে।আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই আবহে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)