• সরকারি তহবিলের টাকায় দীপাবলি উপহার নয়, কড়া নির্দেশিকা কেন্দ্রের
    প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনতার টাকায় দপ্তরের সৌন্দর্যায়ন হোক কিংবা মূর্তি প্রতিষ্ঠা, মন্ত্রীমশাইরা কখনই জনতার অনুমতি নেন না। এই ধরনের কাজের অনেকাংশই জনতার লাভ-ক্ষতির সঙ্গে সম্পর্কহীন। দপ্তরে দপ্তরে দীপাবলির উপহার বিনিময় তেমনই একটি রেওয়াজ। সেই রেওয়াজে এবার দাড়ি টানল কেন্দ্র। সরকারি তহবিলের টাকায় দীপাবলি বা অন্য উৎসবে উপহার দেওয়া যাবে না, সবকটি মন্ত্রণালয়, সরকারি বিভাগ এবং কর্মচারীদের উদ্দেশে এই নির্দেশিকা জারি হল। এই বিষয়ে গত সপ্তাহেই একটি নির্দেশিকা জারি করেছিল অর্থ মন্ত্রক।

    অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে সরকারি তহবিলের অর্থ খরচ কমাতেই এই সিদ্ধান্ত। বহু দিনের রেওয়াজ হল বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে উৎসবের এই মরশুমে উপহার বিনিময়। ব্য়য়সঙ্কোচের উদ্দেশে সেটাই এবার বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

    কেন্দ্রীয় সরকারের যুগ্মসচিব পিকে সিংয়ের বিবৃতিতে বলা হয়েছে, “জনসাধারণের সম্পদের বিচক্ষণ ও সুবিচারপূর্ণ ব্যবহারের স্বার্থেই এই প্রচেষ্টা।” স্পষ্ট করা হয়েছে, “ভারত সরকারের মন্ত্রণালয়/ বিভাগ এবং অন্যান্য দপ্তর কর্তৃক দীপাবলি এবং অন্যান্য উৎসবে উপহার সম্পর্কিত জিনিসপত্র ক্রয় কোনও ব্যয় করা হবে না।”
  • Link to this news (প্রতিদিন)