• পেনশনের টাকা না পেয়ে মাকে খুন, ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
    প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: পেনশনের টাকা চেয়েও পাননি মায়ের থেকে! এরপরেই নৃশংসভাবে খুন। ঘটনায় অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। ঘটনার দু’বছরের মাথায় সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে এমনই নির্দেশ দিল আদালত।

    গত ২০২৩ সালের মে মাসে শ্রমিক আবাসনে খুন হন অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের বাসিন্দা তিনি। বৃদ্ধার দুই ছেলে। তবে ছোট ছেলের সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। অভিযোগ, ঘটনার দিন ছোট ছেলের অনুপস্থিতিতে বড় ছেলে বিজয় পান্না শিদনি পান্নাকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। এরপরেই ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বড় ছেলে বিজয় পান্নাকে গ্রেফতার করে পুলিশ।

    জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ বলেন, ”১০ জনের সাক্ষ্য এবং একাধিক প্রমাণের ভিত্তিতে এদিন বিচারক অভিযুক্ত বিজয় পান্নাকে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছেন।” একই সঙ্গে অভিযুক্তকে কুড়ি হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক।
  • Link to this news (প্রতিদিন)