• কলকাতার রাস্তা যেন নদী! ‘২ দিন ওয়ার্ক ফ্রম হোম করান’, বেসরকারি সংস্থাকে আর্জি মমতার
    প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। রাস্তা যেন নদী! শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পথে বেরিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় মৃত্যু হয়েছে ৯ জনের। পরিস্থিতি বিবেচনা করে স্কুলগুলোতে আগাম পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেসরকারি সংস্থাগুলোকেও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি জানালেন তিনি। রাজ্যবাসীর উদ্দেশে বললেন, “খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরবেন না।”  

    টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর ও শহরতলি। কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল। কোথাও ভেঙে পড়েছে গাছ। কোথায় জলের মধ্যে ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। জেলাগুলির ছবিও কার্যত একই। প্রবল ভোগান্তিতে আমজনতা। শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। ফলে রাস্তায় বেরিয়েও ফিরে যেতে হয়েছে বহু নিত্যযাতীকে। দমদম থেকে ট্রেন চললেও তা অত্যন্ত ধীর গতিতে। বাতিল বহু ট্রেন। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। ফলে নাজেহাল দশা কলকাতা ও সংলগ্ন জেলার মানুষদের। খাস  কলকাতার বাসিন্দাদের পরিস্থিতও একই। জলের কারণে রাস্তায় নেই অটো। বাস চললেও সংখ্যা হাতে গোনা দু-একটি। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। রাস্তার যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বিপদ।

    দুর্যোগের কারণেই রাজ্যের স্কুলগুলিতে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, “আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক।” ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলোকেও ২ দিন ছুটি দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলোকে সম্ভব হলে ছুটি অন্যথায় অনলাইন ক্লাস করানোর আর্জি জানান তিনি। এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর কাছেও মুখ্যমন্ত্রীর আর্জি, যেন ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করানো হয়। কারণ, বর্তমানে যা পরিস্থিতি তাতে জল নামার পরও সবটা স্বাভাবিক হতে ২ দিন লেগে যাবে বলেই আশঙ্কা। এছাড়া আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এছাড়া প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা।
  • Link to this news (প্রতিদিন)