প্রাকৃতিক দুর্যোগ, দ্বিতীয়ায় পুজো উদ্বোধন স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আবহে প্রবল দুর্যোগ। রেকর্ড বৃষ্টি শহর এবং শহরতলিতে। বহু এলাকা জলে ডুবে। এমনকী বহু পুজো মণ্ডপগুলিতে ঢুকেছে জল। এই অবস্থায় পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দ্বিতীয়া। শহরের একাধিক পুজোর উদ্বোধনের কথা ছিল প্রশাসনিক প্রধানের। পরিস্থিতির কথা ভেবেই আপাতত উদ্বোধন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
উৎসব জাগ্রত দ্বারে। মহালয়ার আগের দিন থেকেই শহরের একাধিক পুজোর দ্বারদোঘাটন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী মহালয়া এবং প্রথমাতেও শহর এবং জেলার বহুর পুজোর উদ্বোধন করেছেন তিনি। সেই মতো আজ মঙ্গলবারও শহরের একাধিক পুজোর উদ্বোধনের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
যদিও সোমবার রাত থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে বিপর্যস্ত তিলোত্তমা। প্রায় পাঁচঘণ্টায় রেকর্ড বৃষ্টি। এমনকী এই সময়ে শহরের বিভিন্ন অংশে আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যা ১৯৭৮ সালের পর রেকর্ড বলছেন আবহাওয়াবিদরা। ফলে কোথাও বুক সমান জল তো কোথাও আবার হাঁটু পর্যন্ত জমে জল।
শুধু তাই নয়, শহরের অনেক বড় পুজোতেও জল ঢুকে গিয়েছে। একেবারে শেষ মুহূর্তে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? এই অবস্থায় আজ মঙ্গলবার শহরের পুজো উদ্বোধন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, দুর্যোগের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ”আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।”
শুধু তাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জিও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। রাজ্যবাসীর উদ্দেশে বললেন, “খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরবেন না।” অন্যদিকে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।