• দুর্যোগের শহরে ম্যান্ডেভিলা গার্ডেনসে অগ্নিকাণ্ড! ছুটে গেলেন ফিরহাদ
    প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ:  অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। পরিস্থিতি আয়ত্তে আনতে কাজ করছেন পুরকর্মীরা। ময়দানে নেমেছেন খোদ পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এই দুর্যোগের মাঝেই খাস কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেনসের দোকানে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টায় দমকলের আধিকারিকরা।  অগ্নিকাণ্ডের খবর পেয়েই ছুটে গেলেন ফিরহাদ হাকিম। কথা বললেন দমকল আধিকারিকদের সঙ্গে। তবে বৃষ্টি ও জলমগ্ন পরিস্থিতির কারণে আগুন নেভাতে বেশ পেতে হচ্ছে দমকলকর্মীদের। 

    জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ম্যান্ডেভিলা গার্ডেনসের বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। মুহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই পাশের আরেকটি দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। একে একে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। ছুটে যান ফিরহাদ হাকিম। দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতির খোঁজ নেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন।

    প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা। তবে আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। এদিনের এই আগুন ক্ষয়ক্ষতির পরিমানও এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (প্রতিদিন)