• জলমগ্ন কলকাতার জেরে ভুগল ১০০ বিমান- Report, কী বলছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো?
    হিন্দুস্তান টাইমস | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর সময় আগেও বর্ষা দেখেছে রাজ্য। কিন্তু সম্ভবত এতটা নয়। সোমবার রাতের বর্ষায় কার্যত সারা বাংলা স্তব্ধ হয়ে গেল মঙ্গলবার। বিধাননগর, গড়িয়াহাট থেকে ইএম বাইপাস, পার্ক সার্কাস সর্বত্র বড় রাস্তাগুলি জলমগ্ন। ট্রেন লাইন ও মেট্রো লাইনেও জল ঢুকে গিয়েছে। বাস পরিষেবা বেহাল রাস্তায় জল জমে থাকার কারণে। অন্যদিকে বনগাঁ ও হাসনাবাদ লাইনের বেশ কিছু বাস পরিষেবা রীতিমতো ব্যাহত। শুধু যে মাটির উপর যান চলাচল ব্যাহত হয়েছে, তা নয়। তিলোত্তমার করুণ অবস্থায় আকাশপথেও যান চলাচল ব্যাহত।

    কলকাতা এয়ারপোর্ট থেকে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে বলে খবর এনডিটিভি সূত্রে। অন্তত ১০০টি বিমানের যাত্রা হয় বাতিল নয় পিছিয়ে দিতে হয়েছে সোমবার রাতের বৃষ্টির পর থেকে। রিপোর্ট মোতাবেক, ৬২টি ফ্লাইট বাতিল করা হয়েছে, অন্যদিকে ৪৪টি বিমানের সময় পিছিয়ে দিতে হয়েছে। বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা যেমন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বিজ্ঞপ্তি জারি করেছে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, বিমান বাতিল কি না তার তথ্য একবার সংস্থার সাইটে দেখে নিয়ে তবেই ঘর থেকে যেন যাত্রীর বের হন।

    এয়ার ইন্ডিয়া তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে,‘অবিরাম ও ভারী বৃষ্টিপাতের জন্য কলকাতা থেকে আসা এবং কোথাও যাওয়ার বিমানগুলির পরিষেবা ব্যাহত হতে পারে। বিমানবন্দরে যাওয়ার আগে দয়া করে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে বিমান বাতিল কি না দেখে নিন। জল জমার কারণে সৃষ্ট যানজটের জন্য কোথাও যেতে হলে হাতে অতিরিক্ত সময় রাখুন।’

    অন্যদিকে ইন্ডিগো জানিয়েছে, ‘কলকাতায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা থাকায়, বিমানবন্দরে আসা-যাওয়ায় অনেকেরই দেরি হচ্ছে। যানবাহনের গতিও কম। আকাশ নিয়ন্ত্রণ করতে না পারলেও মাটিতে আপনার যাত্রা স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা আমরা করছি।’

    কলকাতা বিমানবন্দরের কর্মরত ম্যানেজার হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘সকালের দিকে পরিস্থিতি খারাপ থাকলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।’ তবে মঙ্গলেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেই ক্ষেত্রে এয়ারলাইন্স অর্থাৎ বিভিন্ন বিমান সংস্থাগুলিই ভরসা পরিষেবা স্বাভাবিক রাখার ব্যাপারে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়েছে মঙ্গলেও বৃষ্টি হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, নদীর ওপারের অন্যান্য জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি থাকবে এইসব জেলাগুলিতে। বাকি সব জেলায় আজ হলুদ সতর্কতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)