গতকাল কলকাতার কোথায় কত বৃষ্টি হল? আজও কি শহরে ভারী বৃষ্টি হতে চলেছে?
হিন্দুস্তান টাইমস | ২৩ সেপ্টেম্বর ২০২৫
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর, বালিগঞ্জ, কালিকাপুর, গড়িয়া সহ দক্ষিণ কলকাতার বহু জায়গা জলমগ্ন। একই ছবি উত্তরেও। তবে গতকাল তুলনায় দক্ষিণ কলকাতাতেই বেশি বৃষ্টি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গতরাতে কামডহরিতে
কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও এই বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। এদিকে আজও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর ভোরেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার
এদিকে পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।