রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ কলকাতায়! কোথায় কোথায় জলমগ্ন, যানজট কোন কোন রাস্তায়
আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমর ছুঁইছুঁই! কোথাও কোথাও আবার কোমর ছাড়িয়েছে জল! কসবা হোক, বা লেনিন সরণি, কিংবা বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ— কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় সর্বত্র একই ছবি।
কলকাতার কোথায় কোথায় জল জমে রয়েছে, তা নিয়ে আগে থেকেই সতর্ক করে রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। কোনও কোনও রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ, আবার কোথাও কোথাও খুব আস্তে আস্তে চলছে বাস-গাড়ি! কলকাতার কোথায় কোথায় জল জমে রয়েছে, তার একটি ছবি তুলে ধরল আনন্দবাজার ডট কম।
লালবাজারের সামনে এবং আশপাশে জল জমেছে। শুধু তা-ই নয়, সিআর অ্যাভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড এবং এমজি রোড ক্রসিং, মুক্তারামবাবু স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস, রবীন্দ্র সরণির কিছু এলাকায়, এন্টালির কিছু অংশে, এমজি রোডের বেশ কিছু জায়গায়, থিয়েটার রোড, ল্যান্সডাউন রোডের কয়েক জায়গায়, এজেসি বোস রোড সংলগ্ন বিভিন্ন ক্রসিংয়ে, হাইড রোড, দরগা রোড, সিআইটি রোড, বালিগঞ্জ, গড়িয়াহাটের বেশ কিছু জায়গায়, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, কসবার বিভিন্ন এলাকা জলমগ্ন।
রাস্তায় রাস্তায় জল জমে থাকার কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। জমা জলে মাঝরাস্তাতেই খারাপ হয়ে যাচ্ছে বাস, গাড়ি, বাইক। ফলে যানজট বাড়ছে। কোথায় কোথায় যানজট, তারও এক ছবি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।