• জলমগ্ন কলকাতায় জোড়া আগুন, সকালে ম্যান্ডেভিল গার্ডেনের দোকানে, দুপুরে বালিগঞ্জের রেস্তরাঁয়!
    আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। তার মধ্যেই একই দিনে আবার অগ্নিকাণ্ড। সকালে ম্যান্ডেভিল গার্ডেনের একটি দোকানে আগুন লেগেছিল। বিকেলে বালিগঞ্জ প্লেসের একটি রেস্তরাঁয় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এখনও পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নেবানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

    জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের একটি রেস্তরাঁয় আগুন ধরে যায়। রেস্তরাঁর পিছন দিকে প্রথমে আগুন লাগে। তার পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। বৃষ্টির জন্য অন্য দিনের তুলনায় কম লোক থাকায় ততটা ভয়াবহ পরিস্থিতি হয়নি বলেই জানাচ্ছেন রেস্তরাঁ কর্তৃপক্ষ।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। কিন্তু শহরের বিভিন্ন জায়গায় জল জমে থাকায় পৌঁছোতে বেগ পেতে হয়েছে দমকলকে। বিকেল গ়ড়ালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।

    অন্য দিকে, মঙ্গলবার ম্যান্ডেভিল গার্ডেনের একটি দোকানে আগুন লাগে বেলা সাড়ে ১১টা নাগাদ। কিছু পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। জানা গিয়েছে, তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। খতিয়ে দেখেন পরিস্থিতি।
  • Link to this news (আনন্দবাজার)