• সরকারি স্কুল-কলেজে ‘পুজোর ছুটি’ তিন দিন আগেই শুরু হয়ে গেল দুর্যোগের কারণে! মমতার নির্দেশ পেয়েই ঘোষণা ব্রাত্যের
    আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতায় দুর্যোগের জের। মুখ্যমন্ত্রীর ‘উপদেশে’ তিন দিন আগেই পুজোর ছুটি পড়ে গেল রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর (বুধবার এবং বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে রাজ্যের স্কুল-কলেজে পুজোর ছুটি পড়ার কথা ছিল। মঙ্গলবার দুর্যোগের কারণে অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। সে অর্থে, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজগুলিতে।

    মঙ্গলবার বেলায় ‘নিউজ়১৮ বাংলা’-কে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলের বাচ্চাদের এখন আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।” সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষাসচিবের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জন্য সমস্ত সরকারি, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বুধবার এবং বৃহস্পতিবার ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে পাহাড়ের স্কুলগুলিকে বাদ রাখা হয়েছে।

    বিজ্ঞপ্তি প্রকাশের পরই সমাজমাধ্যমে শিক্ষা দফতরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ব্রাত্য। তিনি লেখেন, “২৬ সেপ্টেম্বর থেকে যে হেতু সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।” শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে শিক্ষামন্ত্রীর অনুরোধ, “তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন।”
  • Link to this news (আনন্দবাজার)