• অক্টোবরের শেষে সিমেস্টারের ফল প্রকাশ
    আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সামনের মাসের শেষেই বেরোতে পারে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টারের ফল। সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ৩১ অক্টোবর বা তার আশপাশে ফল প্রকাশ হবে। সম্ভাব্য মেধাতালিকাও প্রকাশিত হবে। প্রসঙ্গত, এ দিনই উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এ দিন সংসদ জানিয়েছে, ফল প্রকাশের সময়ে পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক এবং মোট নম্বর ওয়েবসাইটে দেওয়া হবে। দ্বিতীয় সিমেস্টারের শেষে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। তখনই পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ড কপি পাবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সিমেস্টার শুরু হবে।

    এ দিন সংসদ জানিয়েছে, জীববিদ্যার প্রথম সিমেস্টারে দু’টি প্রশ্ন ভুল বলে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার্থীরা ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে প্রশ্নে বরাদ্দ নম্বর পাবে। অন্যান্য বছরের তুলনায় এ বার মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার ঘটনা কমেছে বলেও সংসদের দাবি। সংসদ সভাপতি জানান, প্রথম সিমেস্টারে মোবাইল-সহ দু’জন পরীক্ষার্থী ধরা পড়েছে। তাদের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। অসদুপায় অবলম্বন করে ধরা পড়ে এক জনের খাতা বাতিল (আরএ) হয়েছে। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকে মোবাইল-সহ ৪১ জন ধরা পড়েছিল। ১৪১ জনের খাতা ‘আরএ’ হয়েছিল। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮ জন মোবাইল-সহ ধরা পড়েছিল এবং ২৮৮ জনের খাতা ‘আরএ’ হয়েছিল। সংসদ সভাপতির দাবি, “পরীক্ষার পদ্ধতি, প্রশ্নের ধরন পাল্টানোর জন্যই এ বার মোবাইল-সহ ধরা পড়া এবং আরএ-র সংখ্যা এত কমেছে।”

    প্রথম সিমেস্টারের পরীক্ষা শেষে কিছু অসুবিধার ঘটনাও চিহ্নিত করেছে। সংসদ সভাপতি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর এই নিয়ে সংসদের বৈঠক আছে। সেখানে অসুবিধা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রসঙ্গত, প্রথম সিমেস্টার পরীক্ষা চলাকালীন সময়সীমা নিয়ে পরীক্ষার্থীদের নানা অভিযোগ উঠে এসেছিল। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছিল, তারা ১ ঘণ্টা ১৫ মিনিটে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি। বিশেষ করে অঙ্ক, পদার্থবিজ্ঞান এবং রাশিবিজ্ঞান পরীক্ষায় এই সমস্যা তীব্র হয়েছে বলেও পরীক্ষার্থীদের দাবি। সেই দাবি মেনেও নিয়েছিল সংসদ। পরীক্ষার সময়সীমা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে প্রশ্নের ব্যাপ্তি সঙ্কোচনের বিষয়টি সংসদের বৈঠকে উঠতে পারে বলে সূত্রের দাবি।

    প্রথম সিমেস্টারের পরীক্ষায় অনুপস্থিতির হার খুবই কম বলে জানিয়েছে সংসদ। পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। তার মধ্যে ৭৯ হাজার ৫২৮ জন অনুপস্থিত ছিল। প্রথম সিমেস্টারে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীরা দ্বিতীয় সিমেস্টারের পাশাপাশি প্রথম সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে পারবে। সে ক্ষেত্রে তাদের বছর নষ্ট হবে না।
  • Link to this news (আনন্দবাজার)