বিকেল থেকে স্বাভাবিক, বলছে মেট্রো! সকাল থেকে ভাঙাপথে চলার পর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের মধ্যে সচল পরিষেবা
আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার সকাল থেকেই ভাঙাপথে পরিষেবা চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম)। তবে বিকেলের পর থেকে স্বাভাবিক হয়েছে পরিষেবা। এমনই জানালেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
রাতভর ভারী বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতার ‘লাইফলাইন’। টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছিল মেট্রোর লাইনে। ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে লাইনে জল জমে যায়। লাইনে জল জমার কারণে প্রথমে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত অংশে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলাচল করছিল। পরে শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত পরিষেবা চালু করেন মেট্রো কর্তৃপক্ষ। তবে মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধই ছিল বিকেল পর্যন্ত।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিকেল ৫টা ৩৮ মিনিট নাগাদ পুরোপথে পরিষেবা শুরু করা সম্ভব হয়েছে। সকাল থেকে মেট্রো কর্তৃপক্ষ বার বার সব স্টেশনেই পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানান। এ-ও জানানো হয়, মেট্রোকর্মী এবং ইঞ্জিনিয়ারেরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত বিকেলে ব্লু লাইনে পুরোপথে পরিষেবা চালু করতে সক্ষম হন মেট্রো কর্তৃপক্ষ। তবে পরিষেবা স্বাভাবিকের কথা মেট্রো বললেও তা যাত্রীদের কথায়, পরিষেবা ‘অনিয়ন্ত্রিত’।
মঙ্গলবার সকাল থেকে এই বিপত্তির জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। অনেককেই মেট্রো স্টেশন পর্যন্ত গিয়ে পরিষেবা বন্ধ থাকার খবর পেয়ে বিকল্প ব্যবস্থা করতে হয়েছিল। আবার দক্ষিণেশ্বর, দমদমের দিক থেকে যাঁরা শহিদ ক্ষুদিরামের দিকে যাচ্ছেন, তাঁদেরও ময়দান স্টেশনে নেমে গন্তব্যে পৌঁছোনোর জন্য বিকল্প ব্যবস্থা করতে হয়। তবে বিকেলে পুরোপথে পরিষেবা স্বাভাবিক হওয়ায় অফিসফেরত অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন।