মঙ্গলবারের দুর্যোগের পর বুধে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল হাওয়া অফিস
আনন্দবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫
সোমে রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলি। দুর্যোগের জেরে প্রায় ‘অচল’ হয়ে পড়েছিল কলকাতা। মঙ্গলবার সকাল থেকে তেমন বৃষ্টি না-হলেও আশঙ্কার মেঘ ছিলই দিনভর। বুধবারও কি একই আবহাওয়া থাকবে কলকাতায়? বৃষ্টি কি বাড়বে? কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? মঙ্গলবার বিকেলে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি যে একেবারে হবে না, তা-ও বলছে না হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২৫২.১ মিলিমিটার। তবে বেশির ভাগ বৃষ্টিই হয়েছে সোমে রাতভর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে কলকাতায় বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করছিল। তা ছাড়া ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই দুইয়ের জেরেই রাতভর কলকাতায় এত প্রবল বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তা ছাড়া বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও খবর আবহাওয়া দফতর সূত্রে। সমুদ্র উত্তাল থাকার কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
বিকেল থেকে স্বাভাবিক, বলছে মেট্রো! সকাল থেকে ভাঙাপথে চলার পর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের মধ্যে সচল পরিষেবা
তবে উত্তরবঙ্গের চিত্র আলাদা। উত্তরের কোনও জেলাতেই আগামী ২৪ ঘণ্টা ভারী বা মাঝারি বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জন্য কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।