• দুর্গাপুজোয় পঞ্চমী থেকে দশমী প্রথম ও শেষ মেট্রো কখন? রইল সময়সূচি
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আগে দুর্যোগের জন্য রাস্তাঘাট জলমগ্ন। প্যান্ডেল হপিংয়ের জন্য তাই সাধারণ মানুষের বড় ভরসা মেট্রো পরিষেবা। এ দিকে দর্শনার্থীদের কথা মাথায় রেখে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু লাইন এবং গ্রিন লাইনে রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। এ ছাড়াও ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন এবং ইয়েলো লাইনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে পুজোর কথা মাথায় রেখে।  

    পঞ্চমী ( ২৭ সেপ্টেম্বর)

    পঞ্চমীতে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৬২টি মেট্রো চলবে। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। 

    প্রথম ট্রেন পাওয়া যাবে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সকাল ৮টা

    মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সকাল ৮টা

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম সকাল ৮টা

    নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম সকাল ৮টা

    শেষ মেট্রো পাওয়া যাবে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রাত ১০টা ৪৭ মিনিটে

     দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার জন্য ১০টা ৪৮ মিনিটে

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার জন্য রাত ১১টা

    প্রথম মেট্রো পরিষেবা

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সকাল ৯টায় 

    মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সকাল ৯টায় 

     দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম  সকাল ৯টায় 

    নোয়াপাড়া থেকে  শহিদ ক্ষুদিরাম সকাল ৯টায়

    শেষ মেট্রো পরিষেবা

     দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ১০টা ৪৮ মিনিট

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার জন্য রাত ১১টা

    শহিদ ক্ষুদিরাম থেকে  দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রাত ১০টা ৫১ মিনিট

    এই তিন দিন বেলা ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত  মেট্রে পরিষেবা পাওয়া যাবে।  ব্যস্ত সময়ে ছয় থেকে সাত মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো, আশ্বাস কর্তৃপক্ষের। 



    এই তিন দিন প্রথম ট্রেন পাওয়া যাবে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর বেলা ১টায়

    গীতাঞ্জলী থেকে দক্ষিণেশ্বর বেলা ১টায়

    মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বেলা ১টায়

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম বেলা ১টায়

    দমদম থেকে শহিদ ক্ষুদিরাম বেলা ১টায়

    শ্যামবাজার থেকে শহিদ ক্ষুদিরাম বেলা ১টায়

    নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম বেলা ১টা ২ মিনিটে



    শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ভোর ৩টে ৪৭ মিনিটে

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ভোর ৩টে ৪৮ মিনিটে

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম ভোর ৪টেয়

    দশমীর দিনে ব্লু লাইনে মেট্রো পরিষেবা চালু হবে বেলা ১টা থেকে

    প্রথম মেট্রো মিলবে 

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর বেলা ১টা

    মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বেলা ১টা ৫ মিনিটে

    দমদম থেকে শহিদ ক্ষুদিরাম বেলা ১টায়

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম  বেলা ১টা ৫মিনিটে

    নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম বেলা ১টা ৫মিনিটে 

    শেষ মেট্রো মিলবে

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ৯টা ৪৮ মিনিটে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৫০ মিনিটে

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রাত ১০টায়

    পঞ্চমী

    এ দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ৭টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৪৪ মিনিটে। অন্য দিকে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১১টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো মিলবে ১১টা ১৬ মিনিটে। 



    ষষ্ঠী

    এ দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১১টা ২৮ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ১১টা ২০ মিনিটে। 

    প্রথম মেট্রো

     হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ বেলা ১টা ৩০ মিনিটে

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ১টা ৩৪ মিনিটে



    শেষ মেট্রো

     হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ ভোর ৪টা ৬ মিনিটে

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ভোর ৪টা ১৮ মিনিটে

    প্রথম মেট্রো পরিষেবা

     হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ বেলা ১টা ৩০ মিনিটে

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ১টা ৩২ মিনিটে

    শেষ মেট্রো পরিষেবা

     হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রাত ১০টা ৩০ মিনিট

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রাত ১০টা ৩২ মিনিট 



    অরেঞ্জ লাইনে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। 

    এই দু’দিন ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে  ৬০টি মেট্রো চলবে। বেলা ৩টে থেকে রাত ১০টা ৩৫ মিনিটের মধ্যে এই মেট্রো পরিষেবা চালু থাকবে। ১৫ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। 

    প্রথম মেট্রো

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর বেলা ৩টে 

    জয় হিন্দ বিমানবন্দর  থেকে নোয়াপাড়া ৩টে ২৫ মিনিটে



    শেষ মেট্রো

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রাত ১০টা ১৫ মিনিটে

    জয় হিন্দ বিমানবন্দর  থেকে নোয়াপাড়া রাত ১০টা ৩৫ মিনিটে

    প্রথম মেট্রো

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর বেলা ৩টে 

    জয় হিন্দ বিমানবন্দর  থেকে নোয়াপাড়া ৩টে ২৫ মিনিটে



    শেষ মেট্রো

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রাত ১০টা ৩০ মিনিটে

    জয় হিন্দ বিমানবন্দর  থেকে নোয়াপাড়া রাত ১০টা ৫০ মিনিটে

    প্রথম মেট্রো

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর বেলা ৩টে 

    জয় হিন্দ বিমানবন্দর  থেকে নোয়াপাড়া ৩টে ২৫ মিনিটে



    শেষ মেট্রো

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রাত ৯টায়

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রাত ৯টা ২০ মিনিটে

    ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পার্পল লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ৩৮টি মেট্রো চলবে। বেলা ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। ২৫ মিনিটের ব্যবধানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মিলবে মেট্রো। 

    প্রথম পরিষেবা

    জোকা থেকে মাঝেরহাট বেলা ৩টে

    মাঝেরহাট থেকে জোকা বেলা ৩টা ২৫ মিনিটে



    শেষ সার্ভিস

    জোকা থেকে মাঝেরহাট রাত ১০টা ৩০ মিনিটে

    মাঝেরহাট থেকে জোকা রাত ১০টা ৫৫ মিনিটে

  • Link to this news (এই সময়)