• খালি গলায় ভজন গাইছে খুদে, সুরের মূর্ছনায় মুগ্ধ স্বামীজি-সহ ভক্তরা! তামিলনাড়ুর মন্দিরের ভিডিও ঘিরে তোলপাড়
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সুরের যে কোনও গভীর আবেগ উস্কে দেওয়ার ক্ষমতা রয়েছে, তার প্রমাণ মিলল আরও এক বার। তামিলনাড়ুর এক মন্দিরের ভিডিও সম্প্রতি মন জয় করেছে নেটদুনিয়ার। সেখানে এক কিশোরের ভক্তিগীতি শুনে মুগ্ধ মন্দিরের স্বামীজি থেকে শুরু করে উপস্থিত সমস্ত দর্শনার্থী।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক কিশোর গভীর ভক্তিতে মগ্ন। তামিলনাড়ুর ওই মন্দিরে সে ঈশ্বরের উদ্দেশে কোনও দামী সামগ্রী বা প্রথাগত আচার-অনুষ্ঠান নয়, বরং নিজের সুরকেই উৎসর্গ করছে। তার গলায় ভজন শুনে উপস্থিত সকলেই যেন মন্ত্রমুগ্ধ।

    তার ভক্তিমাখা কণ্ঠ মন্দিরের আনাচ-কানাচে প্রতিধ্বনিত হচ্ছিল। তা শুনে দর্শনার্থীরাও নিজের কাজ থামিয়ে মন দিয়ে শুনছিলেন সেই ভজন। সাধারণ পোশাকে থাকা ওই কিশোরের কপালে ছিল চন্দনের তিলক। ঈশ্বরের মূর্তির দিকে তাকিয়ে মন থেকে সে গান গাইছিল, যা উপাসনা, আধ্যাত্মিকতা এবং সঙ্গীতের মেলবন্ধনের প্রকৃত অর্থকেই তুলে ধরে।

    ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “হঠাৎ আমাদের প্রিয় ভাই গাইতে শুরু করায় আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ‘অবনরুল্লাল অবন্তাল বনঙ্গাগি’।”

    কিশোরের এই গানে মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই বলছেন, এই ভিডিও আধ্যাত্মিকতা এবং ভক্তির প্রকৃত অর্থ তুলে ধরেছে। একজন লিখেছেন, “গায়ে কাঁটা দিয়ে উঠল।” অন্য এক জনের মন্তব্য, “কী পবিত্র ভক্তি ওর গানে, অপূর্ব।” আর এক জন লেখেন, “মনটা কেড়ে নিল। আমি আপ্লুত।” “খুবই ঐশ্বরিক, জ্ঞানসম্বন্ধরের কথা মনে করিয়ে দেয়,”- মন্তব্য আর এক জনের। প্রসঙ্গত, জ্ঞানসম্বন্ধর ছিলেন তামিল শৈব ভক্তিবাদী সাধক এবং ৬৩ নয়নারের মধ্যে অন্যতম প্রধান।

    খুদের গানের প্রশংসায় এক ইন্টারনেট ব্যবহারিক লেখেন, “এই কণ্ঠস্বরের জন্য স্বয়ং ময়ূরও তার পেখম মেলবে।” একই সুর অন্য এক জনের মন্তব্যে, “মনে হচ্ছে যেন টাইম ট্র্যাভেল করে ১০০০ বছর এগিয়ে গেলাম।” “তোমার কথা শুনে ঈশ্বরও মোহিত হয়ে যাচ্ছেন,” মন্তব্য এক ব্যক্তির। “কী কণ্ঠ আর কী ঐশ্বরিক!” লিখেছেন আর একজন।

    এই কিশোরের ভিডিও মনে করিয়ে দেয়, সঙ্গীতের মাধ্যমেও ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। তবে ছোটদের সারল্য মন ছুঁয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি, ৭৯তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অরুণাচলের এক স্কুলছাত্রীর জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও ইন্টারনেটে আলোড়ন ফেলেছিল।

    ভিডিওটি প্রকাশ্যে আসতেই ওই খুদের সারল্য এবং জাতীয় সঙ্গীতের অপূর্ব পরিবেশনার প্রশংসায় পঞ্চমুখ হয় নেটদুনিয়া। একজন এর প্রতিক্রিয়ায় লেখেন, “আমাদের দেশে এরাই সব! এই খুদেরায় দেশের গর্ব এবং রক্ষাকর্তা হয়ে উঠবে। গর্বিত, সুন্দর এবং শক্তিশালী।”

    একজন মন্তব্য করে বলেন, "এই ধরনের ভিডিওগুলি বার বার ইন্টারনেটে মন জয় করে নেয় এবং ছোটদের সারল্যকেই উজ্জ্বল করে তোলে।"
  • Link to this news (আজকাল)