• গলায় পেঁচানো সাপ, যাত্রীদের ভয় দেখিয়ে দেদার রোজগার যুবকের! ভিডিও দেখেই ক্ষুব্ধ নেটিজেনরা ...
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাপ গলায় জড়িয়ে ট্রেনে চড়লেন এক ব্যক্তি। সেই সাপের ভয় দেখিয়ে লোকজনের থেকে টাকা আদায় করলেন। ঘটনার জেরে ট্রেনের যাত্রীরাও ব্যাপক আতঙ্কিত। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও ক্ষোভ উগরে দিয়েছেন। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ সবরমতী এক্সপ্রেসে। সেই ট্রেনেই জ্যান্ত সাপ নিয়ে এক ব্যক্তিকে উঠতে দেখা গেছে। তবে সাপটি বিষধর ছিল না। সম্ভবত এটি ব়্যাট স্নেক। সেই সাপ কখনও গলায় জড়িয়ে, কখনও যাত্রীদের সামনে ধরে ভয় দেখানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পাশাপাশি সাপ দেখিয়ে টাকা চান। কেউ কেউ ভয়েই টাকা দেন ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘিরে আতঙ্কে চাঞ্চল্য ছড়ায় ট্রেনের কামরায়। 

    এই ঘটনাটি ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'রোজগারের নতুন উপায়। ভয় দেখিয়ে বড়লোক হয়ে যাও।' আরেকজন লিখেছেন, 'এবার থেকে ট্রেনে চড়তেও ভয় লাগবে।' এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভারতীয় রেলের তরফেও কড়া পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। 

    এক্স হ্যান্ডেলে ভিডিওটি ভাইরাল হতেই ভারতীয় রেলের তরফে ওই ব্যক্তির আরও তথ্য পাওয়ার চেষ্টা চালানো হয়েছে। শীঘ্রই ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 

    প্রসঙ্গত, ট্রেনে সাপের উপদ্রব আগেও একাধিকবার ঘটেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে জন শতাব্দী এক্সপ্রেসে। ভোপাল থেকে জব্বলপুরগামী জন শতাব্দী এক্সপ্রেসের সি-ওয়ান কামরায় ব্যাগ রাখার তাকে ছিল সাপটি। চলন্ত ট্রেনে সেই জায়গা থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান যাত্রীরা। তাক থেকে কালো রঙের সাপ ঝুলতে দেখেই কামরার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীরা রীতিমতো অন্য কামরায় পালিয়ে বাঁচার চেষ্টা করেন। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

    জন শতাব্দী এক্সপ্রেসে সাপের দেখা পাওয়ার পর পশ্চিম-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তবের বক্তব্য, 'বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে সাপটি ট্রেনের ভিতরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটিও স্যানিটাইজ করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, কর্মীদের সতর্ক করা হয়েছে।' 

    ট্রেন দুর্ঘটনার পর এবার ট্রেনের কামরায় বারবার সাপের উপদ্রব ঘিরে ভারতীয় রেলে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এর আগে অক্টোবর মাসে ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচের জানলার পাশ থেকে বিরাট সাপ উদ্ধার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে জব্বলপুর থেকে মুম্বাইগামী গরিব রথ এক্সপ্রেসেও একটি বিষধর সাপ উদ্ধার হয়। 
  • Link to this news (আজকাল)