মেয়ে থাকে লন্ডনে, অথচ বৃদ্ধ বাবা ট্রেনে মিষ্টি বিক্রি করে দিন যাপন করেন! চেন্নাই লোকাল ট্রেনে হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য...
আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের লোকাল ট্রেন ধরতে গিয়ে গত কয়েক দিন ধরে এক অনন্য দৃশ্য দেখছেন যাত্রীরা। এক বৃদ্ধ, বয়স আনুমানিক আশির কোঠায়, ধীর পায়ে হেঁটে হেঁটে ট্রেনে উঠছেন, হাতে একটি থলে, যার ভিতরে স্ত্রীর হাতে বানানো মিষ্টি ও পোলি। বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে নেই তাঁর জেদ, থেমে নেই জীবনের সঙ্গে লড়াই। সম্প্রতি এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ঝড় তুলেছে বৃদ্ধের অদম্য মানসিকতা।
একটি ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, বৃদ্ধার বয়সও সত্তরের গণ্ডি পেরিয়েছে। ঘরেই মিষ্টি বানান তিনি। আর সেই মিষ্টি বৃদ্ধ স্বামী বিভিন্ন ট্রেনে চেপে যাত্রীদের কাছে বিক্রি করেন। এইভাবেই দিন চলে বৃদ্ধ দম্পতির। কাহিনি এখানেই শেষ নয়। তাজ্জব করে দেওয়া তথ্য হল তাঁদের মেয়ে থাকেন লন্ডনে। এদিকে বাবা-মা একা, নিঃসঙ্গ জীবনযুদ্ধে দিন গুনছেন মাটি আঁকড়ে।
ঘটনা প্রকাশ পাওয়ার পর এক যাত্রী লিখেছেন, “মিষ্টিগুলো খেয়ে বুঝেছি, এতে স্বাদ যতটা না আছে, তার থেকেও অনেক বেশি তাঁদের ভালবাসা, পরিশ্রম মেশানো আছে প্রতিটি কামড়ের মধ্যে। প্রেম, পরিশ্রম আর বেদনার মিশেলে গড়া এই স্বাদ।”
এই গল্প ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল। এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক। @sterlite_copper @COO_SIIL, অনুগ্রহ করে খোঁজ নিন এবং সাহায্য করুন ওঁদের।” সঙ্গে সঙ্গে বহু নেটিজেন ইতিমধ্যেই সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করে পোস্টটিতে নিজ নিজ প্রতিক্রিয়া জানান।
এহেন হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে প্রোডাক্ট স্ট্র্যাটেজিস্ট মনিকা জাসুজা বিস্ময় প্রকাশ করে লেখেন, “কী ধরনের সন্তান ইনি? এই বয়সে বাবা মা-কে একা ফেলে রাখতে পারে? আশা করি এই রুটে যে সকল যাত্রীরা চলাফেরা করেন, তাঁরা সবাই এই দম্পতির কাছ থেকে মিষ্টি কিনে তাঁদের পাশে দাঁড়াবেন।”
অন্য একজন বিজেপি নেতা কে. অন্নামালাইকে ট্যাগ করে অনুরোধ জানান, যেন বিষয়টিতে হস্তক্ষেপ করে এই প্রবীণ ব্যক্তির পাশে দাঁড়ান।
ট্রেনযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে- শুধু মিষ্টি বা পোলি কিনেই নয়, একইসঙ্গে তাঁরা যেন জানেন এই জীবনসংগ্রামী মানুষের নেপথ্যে থাকা গল্প। তিনি যেই মিষ্টি বিক্রি করছেন, তাতে শুধু গুঁড়-নারকেল নয়, মিশে আছে এক বিরাট জীবনযুদ্ধ, ভালোবাসা, আর অন্ধকারে আলো খোঁজার নিরন্তর প্রচেষ্টা।