• স্পেশাল টাক্স ফোর্সের যৌথ অভিযানে আটক ১২৭ কেজি গাঁজা, লক্ষাধিক টাকা, গ্রেপ্তার ৩ ...
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হুগলি গ্রামীন পুলিশ ও স্পেশাল টাক্স ফোর্সের যৌথ অভিযানে বৈঁচির হরাল থেকে আটক ১২৭ কেজি গাঁজা, নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা,একটি চারচারা গাড়ি। ঘটনার জেরে গ্রেপ্তার তিন জন। তদন্তের জন্য ধৃতদের হেফাজতে চেয়ে আজ মঙ্গলবার চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ।

    সূত্রের খবর গতকাল ঝাড়খন্ডের একটি চারচাকা গাড়ি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। স্পেশাল টাক্স ফোর্সের কাছে খবর ছিল ওই গাড়িতে গাঁজা আছে।খবর পেয়ে এসটিএফ এর বিশেষ তদন্তকারী দল চার চাকা গাড়িটিকে ধাওয়া করতে থাকে। পান্ডুয়ার বৈঁচির হরালে একটি বাড়ির কাছে এসে গাড়িটি গাঁজা খালি করতে দাঁড়ালে পান্ডুয়া থানার পুলিশের সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের ইটাগর থানা এলাকার বাসিন্দা জিতেন্দ্রনাথ গোপ,বিহারের পাটনার বাসিন্দা প্রেমচাঁদ কুমার ও পান্ডুয়ার মাগুরা এলাকার বাসিন্দা সুকুমার রুইদাস। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১২৭ কেজি গাঁজা এবং ৩৬০০০০ নগদ টাকা। পুলিশ ওই তিনজন ব্যক্তিকে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করে চারচাকা গাড়িটি। ঘটনার তদন্তের জন্য ধৃতদের সাত দিনের হেফাজতে চেয়ে আজ চুঁচুড়া আদালতে পাঠায় পুলিশ।

    প্রসঙ্গত, এক ব্যক্তি তাঁর চারচাকা গাড়ি নিয়ে এসে, দোকানের সামনে থেকে নুনের বস্তা চুরি করে পালাচ্ছেন। একাধিক সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে খবরের শিরোনামে। যেখানে বলা হচ্ছে, ওই ব্যক্তি আসলে বড়লোক চোর! সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ভিডিও! তবে এই সুটেড বুটেড চোরের হদিশ দিয়েছেন হুগলির কোন্নগরের তৃণমূল কাউন্সিলর। চোরের পরিচয় জেনে স্থানীয়দের চোখ ছানাবড়া হয়ে যায়। 

    ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। চলতি মাসে একাধিক জায়গায় বিভিন্ন দোকানে নুনের বস্তা চুরির ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল দাবি করছেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি নাকি তাঁর ওয়ার্ডেরই বাসিন্দা! এমনকী যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটিও তাঁর ওয়ার্ডেই থাকে। যে ব্যক্তি চার চাকা গাড়ি করে নুন চুরি করছেন, তাঁর নাম দীপক দত্ত। এলাকায় তিনি একজন বিজেপির নেতা হিসাবে পরিচিত। কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের তাল পুকুর এলাকায় তাঁর বাড়ি। শুধু কালনার একটি ঘটনা নয়, তাঁর সঙ্গীরা গিয়ে রাত্রিবেলা এভাবেই চার চাকা গাড়ি করে নুনের বস্তা চুরি করে পালায়। তাঁর বাড়ির সামনে থেকে দেখা গেছে বস্তা বস্তা নুন পড়ে থাকতে। 

    কাউন্সিলর চন্দন মণ্ডল আরও অভিযোগ করেন, দীপক দত্ত, অজয় দে এবং সুজয় দে এই তিনজন একসঙ্গে রাত্রিবেলা গাড়ি করে বেরিয়ে এই ধরনের ছুটির ঘটনা ঘটান। এমনকী অতীতে কোন্নগরের বিভিন্ন দোকানেও এর আগে একাধিকবার নুন চুরি করেছেন। তাঁদের বাড়িতে মোট তিনটি গাড়ি আছে। তিনটি গাড়ি করেই তাঁরাই এই ধরনের কাণ্ড ঘটান। তিনি গোটা বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ধরনের ঘটনা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে যাতে পুলিশ কড়া পদক্ষেপ নেয়, সেই দিকে নজর দিতে দাবি করেছেন কাউন্সিলর। 

    জানা গেছে, দু'নম্বর কলোনি বাজার এলাকায় একটি মুদির দোকান থেকে মাস খানেকের মধ্যেই গাড়ি করে নুন চুরি করেছেন এই অভিযুক্ত ব্যক্তিরা। যে দোকান থেকে গাড়ি করে তাঁরা নুন চুরি করেছেন, সেই দোকানের দোকানদার বলেন, তাঁদের সিসিটিভি ফুটেজ থেকে তাঁরা দেখতে পান, দোকানের বাইরে রাখা নুনের বস্তা গাড়ি করে নিয়ে পালাচ্ছেন ওই ব্যক্তিরা। পরবর্তীতে পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানান। সেই সময় তাঁদের বাজার কমিটির কাছে ওই ব্যক্তিরা এসে অনুরোধ করেন, যে তাঁরা এই ধরনের ঘটনা ঘটাবেন না। তাঁদেরকে যেন এই বারের জন্য ক্ষমা করে দেওয়া হয়। তার পর থেকে এলাকার বাইরের থেকে তাঁরা চুরি করছেন, এমনটা অভিযোগ উঠেছে। 

    তবে এই ধরনের চুরি কেন করছেন তাঁরা, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত দীপক দত্ত ও বাকি লোকেরা। সম্প্রতি বেশ কিছুদিন যাবত এই ধরনের ঘটনা তাঁরা ঘটাচ্ছেন এমনটা অভিযোগ করছেন কাউন্সিলর চন্দন মণ্ডল। 

     
  • Link to this news (আজকাল)