সপ্তমী থেকে দমদম এবং হাওড়া লাইনে শুরু মেট্রোর পুজো স্পেশাল পরিষেবা, জেনে নিন বিস্তারিত সময়সূচি...
আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার পর থেকেই ঝড়-জল উপেক্ষা করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন মানুষ। শহর কলকাতা থেকে জেলা বেশির ভাগ জায়গাতেই সাধারণ মানুষের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের ভিড় সামলাতে মঙ্গলবার পুজোয় বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত। জানানো হয়েছে, ব্লু লাইনে পঞ্চমীতে সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলবে। ষষ্ঠীতে সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা চলবে।
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে। দশমীতে রাত ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে পরিষেবা চালু থাকবে। গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ শাখায়, পঞ্চমীর দিন সকাল ৭:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। ষষ্ঠীতে সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত এই লাইনে পরিষেবা থাকবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দুপুর ১:৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত পরিষেবা চলবে এবং দশমীতে দুপুর ১টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত এই লাইনে যাত্রীদের জন্য মেট্রো চলবে। ইয়েলো লাইন, অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ডাউন লাইনে দুপুর ৩টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।
আপ লাইনে দুপুর ৩:৩০ থেকে রাত ১০:৫০ পর্যন্ত পরিষেবা চালু থাকবে। দশমীতে দুপুর ৩টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত এই লাইনে মেট্রো চলবে। পার্পল লাইন, অর্থাৎ বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ডাউন লাইনে দুপুর ৩:২৫ থেকে রাত ১০:৫৫ পর্যন্ত এবং আপ লাইনে দুপুর ৩টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ সময়সূচি দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রীদের ভিড় সামলাতে কার্যকর হবে। যাত্রীরা নিজেদের যাত্রার পরিকল্পনা আগে থেকেই করে নিরাপদ ও সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে পারবেন।
পঞ্চমীতে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে চলবে ২৬২টি ট্রেন। পরিষেবা দেওয়া হবে ছ'মিনিট অন্তর। ষষ্ঠী থেকে নবমী ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে চলবে ২৪৬টি ট্রেন। পরিষেবা দেওয়া হবে ছ'মিনিট অন্তর। দশমীতে আট মিনিট অন্তর এই শাখায় চলবে ১৩২টি ট্রেন। গ্রিন লাইনে পঞ্চমীতে চলবে আপ এবং ডাউন মিলিয়ে চলবে ২২৫টি ট্রেন। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চলবে ১৮৪টি ট্রেন। দশমীতে চালানো হবে ৭৪টি ট্রেন।
এক নজরে পুজো স্পেশাল মেট্রোর সময়সূচি:
ব্লু লাইন (শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর):
পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত।
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত।
সপ্তমী, অষ্টমী, নবমী: দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত।
দশমী: রাত ১০টা পর্যন্ত পরিষেবা।
গ্রিন লাইন (হাওড়া ময়দান – সেক্টর ফাইভ):
পঞ্চমী: সকাল ৭:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত।
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত।
সপ্তমী, অষ্টমী, নবমী: দুপুর ১:৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত।