• এগোচ্ছে আরও এক নিম্নচাপ, ষষ্ঠীর আগে কাটবে দুর্যোগ? জানাল আবহাওয়া দফতর
    আজ তক | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আজ সকালে অবস্থান করছিল। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। প্রচুর জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে কলকাতা ও শহরতলিতে বৃষ্টিপাত হয়। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের অবস্থান খুব একটা পরিবর্তন হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।

    কলকাতায় কতদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে?
    আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টি আপাতত কম থাকলেও, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বাড়তে পারে। গত ৬ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কম রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

    বঙ্গোবসাগর এলাকায় বাতাসে ৪০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের আগামী ৫ দিন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। 

    বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

    ২৫ সেপ্টেম্বর ঘনাবে নিম্নচাপ
    হাবিবুর রহমান বিশ্বাস জানান, পরের নিম্নচাপটি ২৫ সেপ্টেম্বর থেকে ঘনীভূত হবে। যা ২৬ সেপ্টেম্বর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-উত্তর পশ্চিম, পশ্চিম মধ্যের দিকে নিম্নচাপটি অগ্রসর হবে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশের দিকে নিম্নচাপ অগ্রসর হলেও, এর প্রভাব পড়বে বাংলায়। এই দুই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
    উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদা ও দুই দিনাজপুর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে।
  • Link to this news (আজ তক)