• পাণ্ডুয়া থেকে বাজেয়াপ্ত ১০০ কেজিরও বেশি গাঁজা, ধৃত তিন
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হল পাণ্ডুয়া থেকে। পাণ্ডুয়া হয়ে কলকাতার দিকে যাওয়ার পথে একটি গাড়ি থেকে সেগুলি বাজেয়াপ্ত হয়েছে। এসটিএফ মঙ্গলবার পাণ্ডুয়া পুলিশকে নিয়ে ওই অভিযান চালায়। তাতে ১০০ কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের মধ্যে একজন, সুকুমার রুইদাস পাণ্ডুয়ার বাসিন্দা। বাকি দু’জন জিতেন ঘোষ ও প্রেমচাঁদ কুমার, যথাক্রমে ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দা। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। এসটিএফ কর্তারা জানিয়েছেন, ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

    পুলিশ ও এসটিএফ কর্তারা জানিয়েছেন, গাড়িতে করে বিহার থেকে কলকাতায় গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। সামনেই উৎসবের মরশুম। সেই উপলক্ষ্যে ওই গাঁজা নিয়ে আসা হয়েছিল। এদিন এসটিএফ কর্তারাই গাড়িতে করে পাণ্ডুয়ার উপর দিয়ে গাঁজা পাচারের খবর পান। তা পাণ্ডুয়া পুলিশকে জানানো হয়। তারপরেই হুগলি গ্রামীণ পুলিশের টিম অভিযান চালায়।

    হরাল এলাকাতে একটি কলকাতামুখী চারচাকার গাড়ি আটক করা হয়। সেখান থেকেই বিপুল গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনার সঙ্গে পাণ্ডুয়ার মাগুরার বাসিন্দা সুকুমার রুইদাসের যোগাযোগ পুলিশকে বিস্মিত করেছে। সম্প্রতি পাণ্ডুয়া থেকে মজুত করে রাখা বিপুল গাঁজা বাজেয়াপ্ত হয়েছিল। তারপরে পাণ্ডুয়ার সঙ্গে গাঁজা পাচার চক্রের যোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেই পুলিশকর্তাদের অনুমান ছিল। কিন্তু এখন সেই ভুল ভেঙেছে তাঁদের। সেইসঙ্গে বারবার গাঁজা পাচারের সঙ্গে পাণ্ডুয়ার যোগসূত্র মেলায় গ্রামীণ পুলিশকর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
  • Link to this news (বর্তমান)