• পুজো উদ্বোধনে বৃহস্পতিবার শহরে শাহ
    দৈনিক স্টেটসম্যান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে দমদম বিমানবন্দরে নামবেন তিনি। রাজারহাট এলাকার একটি হোটেল রাতে থাকবেন তিনি। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজোর উদ্বোধন করবেন শাহ। এরপর বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো উদ্বোধনে যাবেন তিনি।

    সজলের পুজো সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের থিম পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। ওইদিন বিকেলে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে’ (ইজেডসিসি) দুর্গাপুজোর উদ্বোধন করতে যাবেন অমিত শাহ। সেখান থেকে সরাসরি দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। রাতের বিমানেই দিল্লির পথে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    অবশ্য এই প্রথম নয়, তিলোত্তমার পুজোর উদ্বোধনে এর আগেও শহরে এসেছেন শাহ। ২০২৩ সালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সজল ঘোষের পুজোর উদ্বোধন করেন। সেবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল রামমন্দির। উল্লেখ্য, ২০২০ সালে ইজেডসিসি-তে প্রথম বার দুর্গাপুজোর আয়োজন করেছিল ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পুজো উদ্বোধন করেছিলেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)