• দুর্গাপুজোয় ব্লু-গ্রিন লাইনে সারারাত চলবে মেট্রো
    দৈনিক স্টেটসম্যান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ব্লু লাইন ও গ্রিন লাইনের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন রাতভর মেট্রো পরিষেবা মিলবে ব্লু ও গ্রিন লাইনে। পঞ্চমীর দিন ব্লু লাইনে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে। ষষ্ঠীর দিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত, সপ্তমী-অষ্টমী ও নবমীর দিন দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো মিলবে। আর দশমীর দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো চলবে। এই কয়েক দিন ব্যস্ত সময়ে ৬ থেকে ৮ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।

    সল্টলেক সেক্টর ফাইভ – হাওড়া ময়দান গ্রিন লাইনে পঞ্চমীর দিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা ১৬ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। ষষ্ঠীর দিন সকাল ৯টা থেকে রাত ১১টা ২৮ মিনিট পর্যন্ত, সপ্তমী-অষ্টমী ও নবমীর দিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টে ১৮ মিনিট পর্যন্ত সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দানের মধ্যে মেট্রো মিলবে। আর দশমীর দিন দুপুর ১টা থেকে রাত ১০টা ৩২ অবধি গ্রিন লাইনে মেট্রো চলবে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ব্যস্ত সময়ে ৬ থেকে ৮ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে গ্রিন লাইনে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)