বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: আমার রিলস বা ভিডিও দেখা ছাড়ুন। তারচেয়ে পাঞ্জাবের দিকে তাকান। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে উন্নয়নে জোর দিন। দিল্লির একটি সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরামর্শ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর। পালটা কটাক্ষ করে কেজরি বলেন, “আপনি তো সারাদিন রিলস বানাতেই ব্যস্ত থাকেন। রিলস ছেড়ে কাজে মন দিন।”
সোমবার প্রকাশ্য সভায় তাঁর পূর্বসূরি অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে রেখা গুপ্ত বললেন, “আমার ভিডিও, ইন্টারভিউ, রিলস দেখা কমান।” রেখার এহেন কথার প্রেক্ষাপট হল, কেজরি বিজেপি নেত্রীর একটি ‘এডিটেড’ ভিডিও শেয়ার করেন। রাজধানীতে বহুস্তরীয় বৈদ্যুতিক বাস ডিপোর শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা গুপ্তা বলেন, ‘‘কেজরিওয়ালজি, দয়া করে আমার ভিডিও বা রিলস দেখা কমান। সারাদিন শুধু বসে বসে ম্যাডাম কী বললেন, কী বললেন না, সেই খোঁজ করছেন।’’ ব্যাঙ্গ করে তিনি আরও বলেন, ‘‘যদি মনোযোগ দিতেই হয়, তাহলে পাঞ্জাবের দিকে দিন। সেখানকার মানুষ ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। অথচ আপনাকে কখনও তাঁদের পাশে দেখা যায়নি।’’ কেজরি এক্স-এ একটি ১৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন। সেখানে রেখা গুপ্তাকে বলতে শোনা যায়, ‘‘৭০ বছর কংগ্রেস ইভিএম ম্যানিপুলেট করলে সমস্যা ছিল না, এখন আমরা করলে কষ্ট হচ্ছে।’’
সেই ভিডিওর সঙ্গে কেজরি লেখেন, ‘‘দিল্লির মুখ্যমন্ত্রী কী বলছেন?’’ বিজেপি অবশ্য দাবি করেছে, ওই ভিডিও কাটাছেঁড়া করা। পরে দলের দিল্লি শাখা সম্পূর্ণ সাক্ষাৎকার প্রকাশ করে। তাতে রেখা গুপ্তা বলেন, ‘‘৭০ বছর কংগ্রেস ইভিএম ম্যানিপুলেট করলে সমস্যা ছিল না, এখন আমরা করলে কষ্ট হচ্ছে। যখন ওরা জেতে, তখন সেটা জনমত; আমরা জিতলেই ইভিএম হ্যাকড? কোথায় এই ফর্মুলা লেখা আছে? কেউ বলবেন, রাহুল গান্ধী কোথায় পড়াশোনা করেছেন? সারাক্ষণ মানুষকে বিভ্রান্ত করেন, মিথ্যা বলেন। জনগণ বারবার সুযোগ দিয়েছে, এত বছর দেশ চালিয়েছেন। অথচ আজ এমন নীচে নেমে গিয়েছেন যে এই ধরনের অভিযোগ করছেন।’’ পালটা এক্স হ্যান্ডেল এ কেজরিও ব্যঙ্গ করে লেখেন, ‘ আপনি তো সারাদিন রিলস বানাতে ব্যস্ত থাকেন। নেমে সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকেন। এসব ছেড়ে রাজধানীর উন্নয়নে জোর দিন।’