• বিরাট অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, নয়া বিপাকে দিল্লির প্রাক্তন মন্ত্রী
    প্রতিদিন | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া বিপাকে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈন। তাঁর প্রায় ৭ কোটি ৪৪ লক্ষ টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে গত ১৫ সেপ্টেম্বর বাজেয়াপ্ত করা হয়েছে সত্যেন্দ্রর বেনামি সম্পত্তি।

    আর্থিক তছরুপ মামলায় ২০২২ সালে সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগ, মন্ত্রী পদে থাকাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করে বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। তিহাড় জেলে বন্দি থাকার পর অসুস্থ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী। গত বছর মে মাসে জ্ঞান হারিয়ে জেলের শৌচালয়ে পড়েও যান তিনি। এর পর সুপ্রিম কোর্টে আদালতে সত্যেন্দ্রর অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। সে আবেদন মঞ্জুরও করে শীর্ষ আদালত। তবে দীর্ঘদিন জামিনে মুক্ত থাকার পর আদালতের নির্দেশে ফের জেলে ফিরতে হয় তাঁকে।

    গত বছর অক্টোবর মাসে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। যদিও ইডি এখনও তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। ২০১৭ সালে সত্যেন্দ্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ ওঠে। যদিও বেশিরভাগ সম্পত্তিই ছিল বেনামি। ইডি সত্যেন্দ্রর ঘনিষ্ঠ অঙ্কুশ জৈন এবং বৈভব জৈনের ৭ কোটি ৪৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীদের দাবি, বাজেয়াপ্ত ওই সম্পত্তি আসলে সত্যেন্দ্ররই।
  • Link to this news (প্রতিদিন)