• পূর্ব ভারতে প্রথম সরকারি উদ্যোগে রোবটিক সার্জারি, দুর্যোগের দিনে সাফল্যের নজির গড়ল SSKM
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • মঙ্গলবার প্রবল দুর্যোগে রাস্তাঘাট ডুবেছিল জলে। জমা জল ঠেলে অফিসে যেতে পারেননি অনেকেই। কিন্তু এই দুর্যোগের দিনে সাফল্যের নজির গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। এ দিন সকালে সেখানে প্রথমবার রোবটিক সার্জারি করা হলো দুই রোগীর উপরে। সার্জারির পরে ভালো আছেন ওই দুই রোগীই। তাৎপর্যপূর্ণ ভাবে পূর্ব ভারত ও উত্তর-পূর্বে এটাই প্রথম সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির দৃষ্টান্ত। শল্য ও স্ত্রী রোগ বিভাগ মিলিয়ে দু’জন রোগীর অস্ত্রোপচার করা হয় এ দিন। 

    শল্য চিকিৎসা বিভাগের অধীন এক ৪৫ বছরের রোগীর জটিল গলব্লাডার স্টোন অপসারণ করা হয়। এই পুরো সার্জারিটি করা হয়েছিল মাত্র ৩৫ মিনিটে। জেনারেল সার্জারির শিক্ষক-চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে তা করা হয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক সিরাজ আহমেদ ও রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায়।

    অন্যদিকে,  স্ত্রীরোগ বিভাগে এক ৪৬ বছরের রোগিণীর জরায়ু অপসারণ এ দিন করা হয় রোবটিক সার্জারির মাধ্যমে। এই সার্জারিতে সময় লেগেছিল প্রায় এক ঘণ্টা। আপাতত ওই দুই রোগীই সুস্থ রয়েছেন, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। কোনও বেসরকারি হাসপাতালে এই রোবটিক সার্জারি করাতে কয়েক লক্ষ টাকা খরচ হতো বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু এসএসকেএম হাসপাতালে রোগীদের সার্জারি হয়েছে বিনামূল্যে। রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে তাঁদের পরিবারের সদস্যরাও। 

    এসএসকেএমের মেন বিল্ডিংয়ের উল্টো দিকে নতুন আউটডোর বিভাগে তৈরি হয়েছে বিশেষ রোবটিক সার্জারি ওটি। কেমব্রিজ থেকে আসা রোবটের উদ্বোধন কয়েকদিন আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অস্ত্রোপচারের সময়ে উপস্থিত ছিলেন রোবট প্রস্তুতকারী সংস্থার তিন ইঞ্জিনিয়ারও। ধাপে ধাপে জটিল অস্ত্রোপচারের তালিকা তৈরি করে একাধিক রোগীকে সুস্থ করার জন্য রোবটিক সার্জারি করা হবে, হাসপাতাল সূত্রে খবর এমনটাই।

  • Link to this news (এই সময়)