• বিমানকর্মীর সঙ্গে যাত্রীর চরম দূর্ব্যবহার, 'দাদাগিরি'! সহযাত্রীর পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে, জানুন
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গাপুর-বিশাখাপত্তনম বিমানে যাত্রীর ‘দাদাগিরি’! বিমানযাত্রায় সহযাত্রীর অভব্য আচরণের সাক্ষী থেকে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অন্য এক সহযাত্রী। সম্প্রতি রেডিটে করা তাঁর একটি পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সিঙ্গাপুর থেকে বিশাখাপত্তনমগামী একটি বিমানে এক  সহযাত্রী কী ভাবে গোটা যাত্রাপথেই বাকিদের ব্যতিব্যস্ত করে রেখেছিলেন, তারই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি।

    বছর চল্লিশের ওই তেলেগু ব্যক্তি কেবল বিমানকর্মীর সঙ্গে দুর্ব্যবহারই করেননি, তাঁর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও তোলেন। এখানেই শেষ নয়, তিনি বিমানের শৌচাগারটিও ব্যবহারের অযোগ্য করে তোলেন এবং কর্মীরা তাঁকে প্রশ্ন করলে হুমকিও দেন। অবশেষে বিমানটি বিশাখাপত্তনমে নামার পরেই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁকে হেফাজতে নেন।

    রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, ‘স্কুট এয়ারলাইন্স’-এর ওই বিমানটি সিঙ্গাপুর থেকে বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় চারঘন্টার যাত্রাপথ৷ খবর অনুযায়ী, অভিযুক্ত ওই তেলেগু ব্যক্তি এবং তাঁর স্ত্রী বিমানে উঠে একেবারে শেষের সারিতে বসেন। যখন বিমানে সুরক্ষাবিধি সংক্রান্ত ঘোষণা শুরু হয়, সেই সময় ওই ব্যক্তি জল রিফিল করার অনুরোধ জানান। উপস্থিত বিমানসেবিকা তাঁকে ঘোষণার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। কিন্তু এতেই মেজাজ হারান ওই ব্যক্তি। শুধু তাই নয়,  ভারতীয় হওয়ার কারণে তাঁর সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

    ওই ব্যবহারকারীর পোস্ট অনুযায়ী, ব্যক্তিটি চিৎকার করে বলেন, “ওহ্, আমরা ভারতীয়, তাই আপনারা এমন আচরণ করছেন, তাই তো? আমরা ভারতীয় বলেই এমন করবেন, আমি জানি!”

    পোস্টটিতে আরও বলা হয়, ওই ব্যক্তি যাত্রাপথে বার বার শৌচাগারে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর অন্য এক যাত্রী অভিযোগ করেন যে, শৌচাগারটি আটকে গিয়েছে। বিমানসেবিকা গিয়ে দেখেন, বমি করার কারণে সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তিনি ওই ব্যক্তিকে একটি ‘ভমিটিং ব্যাগ’ দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন।

    ওই ব্যক্তি ক্রমাগত বলতে থাকেন, “আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমার এ সবের প্রয়োজন নেই।” এর পরেই তিনি বিমানসেবিকাকে হুমকি দিয়ে বলেন, “আপনি জানেন এই বিমানটা কোথায় যাচ্ছে? আপনি জানেন এটা কোথায় যাচ্ছে?” বিমানসেবিকা পাল্টা প্রশ্ন করেন, “আপনি কোথায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন?” উত্তরে অত্যন্ত অভদ্র ভাবে লোকটি বলেন, “আপনি জানেন না আমি কে? আমি আপনার বিরুদ্ধে মামলা করব।” এর পর বিমানসেবিকা চুপ করে নিজের কাজ করতে থাকেন।

    বিমানটি বন্দরে অবতরণ করার পরেই বিমানকর্মী সকল যাত্রীদের নিজেদের আসনে বসে থাকতে বলেন। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কর্মীরা বিমানে প্রবেশ করে ওই ব্যক্তিকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির আচরণে বিরক্ত হয়ে পোস্টের লেখক সমস্ত যাত্রীর পক্ষ থেকে বিমানকর্মীদের কাছে ক্ষমা চান। তিনি এ-ও স্পষ্ট করে দেন যে, সমস্ত ভারতীয় তাঁর মতো নন, যে কথায় বিমানকর্মীরাও সহমত হন। ওই ব্যবহারকারী আরও জানিয়েছেন, ‘স্কুট এয়ারলাইন্স’ অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
  • Link to this news (আজকাল)