আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় চাঞ্চল্যকর এক ঘটনা। স্কুলবাস চালকের হঠাৎ হার্ট অ্যাটাক। আর তাতেই এক ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ৩০ জন ছাত্রছাত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্কুলবাসটি রামাবরাপাডু থেকে গুনাডালার দিকে যাচ্ছিল। এমন সময়েমাঝপথে হঠাৎ বাসচালকের শরীর খারাপ হয়ে যায়। স্টিয়ারিংয়ের উপরেই লুটিয়ে পড়েন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বাইক ও রোড ডিভাইডারে ধাক্কা মারে।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে সঙ্গে সঙ্গে চালককে বাস থেকে নামিয়ে সিপিআর (CPR) দেওয়া শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বাসের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন চালক, আর তাঁকে ঘিরে রয়েছেন একাধিক মানুষ৷ স্থানীয়রা ছুটে এসেছেন সাহায্যের উদ্দেশে। প্রত্যেকেই অসুস্থ চালককে CPR দিয়ে প্রাণ ফেরানোর মরিয়া চেষ্টা করে চলেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক আরোহী এবং পেছনে বসা আরও একজন।
অন্যদিকে রাজস্থানে উল্টে গেল রোডওয়েজ বাস। ঘটনায় আহত কমপক্ষে কুড়ি জন। রাজস্থানের টোঙ্ক জেলার তারান গ্রাম সংলগ্ন টোঙ্ক-সাওয়াই মাধোপুর রোডে মঙ্গলবার ঘটে এই ভয়াবহ বাস দুর্ঘটনা। সাওয়াই মাধোপুর থেকে জয়পুরগামী একটি রোডওয়েজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় বাসে উপস্থিত কমপক্ষে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার অফিসার জয়মাল সিংহ সংবাদমাধ্যম-কে জানিয়েছেন, ঠিক কী কারণে বাসটি উল্টে গেল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আবার ঝাড়খণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু পাঁচ জনের। একইসঙ্গে আহত অন্তত পনেরো জন। সোমবার ঝাড়খণ্ডের রামগড় ও গড্ডা জেলায় দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রামগড়ে সকাল ১০টা নাগাদ একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বেশ কয়েকজনের। অপরদিকে গড্ডার শীতল গ্রামে এক ব্যক্তি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান এক পরিবারের তিন সদস্য।
গড্ডার মহাগামা সাব-ডিভিশনের পুলিশ আধিকারিক চন্দ্রশেখর আজাদ জানিয়েছেন, ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহেন পরপর দুর্ঘটনায় প্রশ্নের মুখে সড়ক নিরাপত্তা ও গাড়িচালকদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা কতটা নিয়মিত হচ্ছে তা নিয়ে।