• মহারাষ্ট্রে কংগ্রেস নেতাকে শাড়ি পরিয়ে হেনস্তা বিজেপির
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • কল্যাণ (মহারাষ্ট্র): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাড়ি পরা ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মহারাষ্ট্রের দোম্বিভলিতে কংগ্রেস নেতা প্রকাশ ‘মামা’ পাগারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। পাল্টা বিজেপি নেতাকর্মীদের আচরণ ঘিরে প্রশ্ন উঠেছে।  ৭৩ বছরের ওই কংগ্রেস নেতাকে শাড়ি পরিয়ে প্রকাশ্যে হেনস্তা করল গেরুয়া দলের নেতা-কর্মীরা। 

    উল্লাসনগর এলাকায় ঠোঁটকাটা কংগ্রেস নেতা হিসেবে পরিচিত পাগারে। প্রধানমন্ত্রীর শাড়ি পরা ভুয়ো ছবি পোস্ট করে বিজেপির রোষে পড়েন তিনি। গেরুয়া শিবিরের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। প্রতিবাদে নেমে বিজেপি নেতাকর্মীরা ওই প্রবীণ কংগ্রেস নেতাকে মঙ্গলবার প্রকাশ্যে রাস্তায় শাড়ি পরিয়ে হেনস্তা করেন। গেরুয়া শিবিরের এই বিক্ষোভের নেতৃত্ব দেন কল্যাণের জেলা সভাপতি নন্দু পরব। পাগারের ওই পোস্টের তীব্র নিন্দা করে পরব বলেন, কংগ্রেস ফের এধরনের কোনও কাজ করলে বিজেপির তরফে আরও কঠোর জবাব দেওয়া হবে। যদিও পাগারেকে যেভাবে হেনস্তা করা হয়েছে, কংগ্রেস তার বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে। কল্যাণের জেলা কংগ্রেস সভাপতি শচীন পোটে বলেন, পাগারে একজন প্রবীণ নেতা। তিনি যদি আপত্তিকর কিছু পোস্ট করে থাকেন, তাহলে বিজেপি উচিত ছিল তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানো। তাঁকে এইভাবে শাড়ি পরিয়ে হেনস্তা করা উচিত হয়নি।  
  • Link to this news (বর্তমান)