নয়াদিল্লি: বকেয়া টাকা আদায় সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে আদালতগুলি ‘রিকভারি এজেন্টে’র ভূমিকা নিয়ে পারে না। উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এক্ষেত্রে টাকা ফেরতের বিবাদ ঘিরে অপহরণের মামলা করা হয়েছিল। এভাবে দেওয়ানি বিবাদের বিষয়গুলিকে ফৌজদারি মামলায় পরিণত করার যে প্রবণতা শুরু হয়েছে, তার তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত।
বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর রাওয়ের বেঞ্চ সাফ জানিয়েছে, বকেয়া টাকা উদ্ধারের জন্য গ্রেফতারির হুমকিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় না। সাম্প্রতিক প্রবণতা হল, সম্পূর্ণ দেওয়ানি বিবাদ হওয়া সত্ত্বেও টাকা ফেরতের লক্ষ্যে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।