• লালকেল্লায় ‘লব-কুশ রামলীলা’ থেকে বাদ অভিনেত্রী পুনম পান্ডে, ভিএইচপি-বিজেপির তীব্র আপত্তি
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি সহ একাধিক সংগঠনের আপত্তির জের। দিল্লির লালকেল্লায় ঐতিহ্যবাহী লব কুশ রামলীলা থেকে বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডের নাম ছেঁটে দিলেন উদ্যোক্তারা। এবারের রামলীলায় রাবণের স্ত্রী মন্দোদরীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। রামলীলা কমিটির সভাপতি অর্জুন কুমার ও সাধারণ সম্পাদক সুভাষ গোয়েল ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তাঁদের বক্তব্য, কমিটির আমন্ত্রণে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে প্রাথমিকভাবে রাজি হয়েছিলেন পুনম পান্ডে। কিন্তু তাঁর নাম ঘোষণা হওয়ার পর বহু প্রতিষ্ঠান ও গোষ্ঠী আপত্তি তোলে। এর ফলে রামলীলার যে মূল উদ্দেশ্য, সমাজে প্রভু রামের বার্তা তুলে ধরার কাজে বাধা আসতে পারত।

    বিভিন্ন সময় বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী পুনম পান্ডের। ২০১১ সালে ভারত আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে প্রকাশ্যে বিবস্ত্র হবেন বলে মন্তব্য করে প্রথম শিরোনামে আসেন তিনি। জড়িয়ে পড়েন বিতর্কেও। এরপর কলকাতা নাইট রাইডার্স আইপিএল বিজয়ী হওয়ার উচ্ছ্বাস হিসেবে পোশাকহীন ছবি পোস্ট করেন। সম্প্রতি নিজেই নিজের মৃত্যুসংবাদ প্রচার করেছিলেন। এহেন একের পর এক বিতর্কে নাম জড়ানো পুনম পান্ডের রামলীলায় অভিনয় করার বিরোধিতায় নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির মতো সংগঠনগুলি। তবে প্রাথমিকভাবে রামলীলা কমিটি অভিনেত্রীর পাশে দাঁড়ালেও প্রবল চাপের মুখে পড়ে অবশেষে অবস্থান বদল করল। জানিয়ে দিল, মন্দোদরীর চরিত্র থেকে বিতর্কিত ওই অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছে।  
  • Link to this news (বর্তমান)